ICC T-20 World Cup 2026: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি হাঁটুর চোটের জেরে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বলে খবর। বিগ ব্যাশ লিগে চোট পাওয়ায় বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা। দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি হাঁটুর চোটের কারণে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন। বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সময় চোট পান তিনি। ফলে, আসন্ন বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। প্রসঙ্গত, এর আগেও ঠিক একই ধরনের হাঁটুর চোটে ভুগেছিলেন শাহীন। এবার আবারও সেই একই সমস্যায় পড়ে দলকে রীতিমতো চিন্তায় ফেলে দিলেন তিনি।
25
টি-২০ সিরিজের জন্য দলে রাখেনি
উল্লেখ্য, আফ্রিদির হাঁটুর চোটের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে ৭-১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দলে রাখেনি। তবে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে ফিল্ডিং করার সময় শাহীনের হাঁটুতে চোট লাগে। এই ঘটনায় সতর্ক হয়ে পিসিবি দ্রুত আফ্রিদিকে লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে ডেকে পাঠিয়েছে।
35
শাহীনের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন
লাহোরে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা এবং রিহ্যাব প্রক্রিয়া শুরু হবে। পিসিবি সূত্রে জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনার পর শাহীনের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পিসিবির এক কর্তার কথায়, শাহীনের চোট কতটা গুরুতর এবং তাঁকে কতদিন বিশ্রাম নিতে হবে, তা বোর্ডের ডাক্তারদের সঙ্গে বৈঠকের পরেই স্পষ্ট হবে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহীন লিখেছেন, "ব্রিসবেন হিটের হয়ে খেলাটা আমার জন্য খুব আনন্দের ছিল। কিন্তু মরশুম শেষ করতে না পারায় আমি দুঃখিত। আশা করি শিগগিরই মাঠে ফিরব।"
চলতি মরশুমে শাহীন ব্রিসবেন হিটের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলে দুটি উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচেই পরপর দুটি ফুল টস বল করায় ওভারের মাঝপথেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তখন বেশ চর্চাও হয়েছিল। অতীতেও শাহীন হাঁটুর চোটে মারাত্মকভাবে ভুগেছেন। গত ২০২১-২২ সালে, শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়ার পর, অস্ত্রোপচার করিয়ে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।