Royal Challengers Bengaluru: ২০২৫ সালে প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির (Virat Kohli) স্বপ্নপূরণ হয়েছে। বিদায়ী বছরে ক্রিকেটপ্রেমীদের কাছে যা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
আইপিএল-এর ইতিহাসে প্রথম দল হিসেবে সব অ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ড আরসিবি-র
নতুন রেকর্ড আরসিবি-র
২০২৫ সালের আইপিএল-এ নয়টি অ্যাওয়ে ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল-এর ১৮ বছরের ইতিহাসে প্রথমবার কোনও দল সব অ্যাওয়ে ম্যাচেই জয় পেল। প্রথমবার আইপিএল জেতার পথে এই রেকর্ড গড়েছেন বিরাট কোহলিরা। তাঁরা স্বপ্নপূরণ করার পাশাপাশি এই রেকর্ড গড়ে বাকি সব ফ্র্যাঞ্চাইজিকে পিছনে ফেলে দিয়েছেন।
DID YOU KNOW ?
বিরাট কোহলির স্বপ্নপূরণ
ভারতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন বিরাট কোহলি। তিনি ওডিআই, টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। এবার আইপিএল-ও জিতলেন।
26
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয়ে বড় অবদান বিরাট কোহলির
বিরাট কোহলির অসাধারণ পারফরম্যান্স
আইপিএল-এ বরাবরই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলি। তবে এত বছরে তিনি দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। এবার সেই অধরা খেতাব জিতলেন বিরাট। তিনি ২০২৫ সালের আইপিএল-এ ৫৪.৭৫ গড় এবং ১৪৪.৭১ স্ট্রাইক রেটে ৬৫৭ রান করেছেন। তিনিই দলের সেরা ব্যাটার। তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণেই আরসিবি-র পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সহজ হয়।
১
১৮ বছরে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি।
আইপিএল-এর ১৮ বছরের ইতিহাসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
36
আইপিএল-এ পরপর ৩ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬০০-এর বেশি রান বিরাট কোহলির
ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং বিরাট কোহলির
২০২৫ সালের আইপিএল-এ ১৫ ইনিংস খেলে আট ইনিংসে অর্ধশতরান করেন বিরাট কোহলি। তিনি আইপিএল-এ পরপর তিন মরসুমে ৬০০-এর বেশি রান করেছেন। ২০২৫ সালের আইপিএল-এ ফিল সল্টের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট। তিনি বড় শট খেলার বদলে ইনিংস গড়ে তোলার উপর জোর দিচ্ছিলেন। বড় শট খেলছিলেন সল্ট। ফাইনালে ৩৫ বল খেলে ৪৩ রান করেন বিরাট।
বিরাট কোহলির পাশাপাশি আরসিবি-র হয়ে অসাধারণ পারফরম্যান্স ক্রুণাল পান্ডিয়ার
অসাধারণ বোলিং ক্রুণাল পান্ডিয়ার
২০২৫ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অসাধারণ বোলিং করেন ক্রুণাল পান্ডিয়া। এই স্পিনার ৮.২৩ ইকনমি রেটে ১৭ উইকেট নেন। তিনি ফাইনালে চার ওভার বোলিং করে ১৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। দলের প্রয়োজনের মুহূর্তে উইকেট নিয়েছেন ক্রুণাল। তিনি বিপক্ষ দলগুলির মিডল অর্ডারে ধস নামিয়েছেন। ফাইনালেও পাঞ্জাব কিংসের মিডল অর্ডারে ধস নামিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্রুণাল।
56
২০২৫ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিংয়ের অন্যতম ভরসা ছিলেন জশ হ্যাজেলউড
জশ হ্যাজেলউডের অসামান্য বোলিং
২০২৫ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অসাধারণ বোলিং করেছেন জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার এই পেসার ১২ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছেন। তিনি আইপিএল-এর শুরুতে চোট পেয়েছিলেন। তারপর ফিট হয়ে দলে ফিরে অসাধারণ বোলিং করেন। তাঁর ইকনমি রেট ছিল ৮.৭৭। তবে একটু বেশি রান দিলেও, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলকে সাহায্য করেছেন এই পেসার। তিনি দলকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন।
66
আইপিএল-এ ৩ বার ফাইনালে হেরে যাওয়ার পর শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হল আরসিবি
চতুর্থবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন আরসিবি
আইপিএল-এ প্রথম ১৭ বছরে ২৮৬ ম্যাচ খেলার পর ১৮-তম বছরে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে দিলেন বিরাট কোহলিরা। তাঁরা ২০০৯ সালে প্রথমবার আইপিএল ফাইনালে পৌঁছে যান। তবে সেবার ডেকান চার্জার্সের কাছে হেরে যায় আরসিবি। এরপর ২০১১ ও ২০১৬ সালেও আইপিএল ফাইনালে হেরে যান বিরাটরা। এবার তাঁদের স্বপ্নপূরণ হল।