টি-২০ ক্রিকেট বিশ্বকাপে মহারণ। সোমবার, সেন্ট লুসিয়াতে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া । ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।
টি-২০ ক্রিকেট বিশ্বকাপে (T-20 Cricket World Cup 2024) মহারণ। সোমবার, সেন্ট লুসিয়াতে (Saint Lucia) সুপার এইটের (Super Eight) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia T20 World Cup 2024)। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।
প্রসঙ্গত, গত ২০২৩ সালে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup Final) হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে। চলতি টি-২০ বিশ্বকাপের (ICC T-20 Cricket World Cup) সেমিফাইনালে (Semi-Final) উঠতে গেলে, এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর অন্যদিকে, ডু অর ডাই ম্যাচ অস্ট্রেলিয়ার (Australia) সামনেও।
ফলে, হাড্ডাহাড্ডি ক্রিকেট অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। গত ম্যাচে, আফগানিস্তানের (Afghanistan) কাছে হেরে এইমুহূর্তে চূড়ান্ত বেকায়দায় রয়েছে অজিরা। যদি আফগানিস্তান ঐ ম্যাচে পরাজিত হত, তাহলে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই সেমিফাইনালে পৌঁছে যেত। কিন্তু অস্ট্রেলিয়া হারার ফলে, গ্রুপ এখন পুরো ওপেন হয়ে গেছে। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ, চারটি দলেরই সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার।
আর সেই জায়গায় দাঁড়িয়েই, জয় ছাড়া কিছুই ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Team Management)। এই ম্যাচ জিতলে আর কারও দিকে তাকাতে হবে না কোহলিদের (Virat Kohli)। সবথেকে বড় বিষয়, ভারতীয় দলের দুই ওপেনারই সঠিক সময়ে ফর্মে ফিরে এসেছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে রান পেয়েছেন।
সেইসঙ্গে, দলের বোলিং আক্রমণও বেশ ভালো জায়গায় রয়েছে। চলতি বিশ্বকাপে, যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সামনে কোনও ব্যাটারই বিশেষ সুবিধা করতে পারেননি। তাছাড়া আর্শদীপ সিং (Arshdeep Singh) নতুন এবং পুরনো বলে বেশ নজর কাড়ছেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ়ে (West Indies) তৃতীয় স্পিনার হিসেবে দলে এসেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বলা চলে, এই দলের অন্যতম একজন বড় অস্ত্র। সেইসঙ্গে, ভালো বোলিং করছেন হার্দিকও (Hardik Pandya)।
অন্যদিকে, ওপেনিং জুটি ভালো শুরু করলেও, প্রতিযোগিতা যতই এগোচ্ছে ততই যেন খারাপ হচ্ছে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স। ডেভিড ওয়ার্নার (David Warner) এবং ট্রেভিস হেড, (Travis Head) কেউই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না। সেইসঙ্গে, দলের অধিনায়ক মিচেল মার্শও (Mitchell Marsh) ফর্মে নেই।
যদিও মিডল অর্ডারের দুই ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) রানের মধ্যে রয়েছেন।
সবমিলিয়ে, এই ম্যাচে নামার আগে দুই শিবিরই জয় ছাড়া যেন কিছুই ভাবছে না। আপাতত এই ম্যাচের টস হয়ে গেছে। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।
আরও পড়ুনঃ
T-20 World Cup 2024: ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণ, পিচে বেশি সুবিধা পাচ্ছে কারা?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।