আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই নিউ ইয়র্কের (New York) নাসাউ স্টেডিয়ামে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান। কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? চলুন দেখে নেওয়া যাক।
আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই নিউ ইয়র্কের (New York) নাসাউ স্টেডিয়ামে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? চলুন দেখে নেওয়া যাক।
উল্লেখ্য, আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে বেশ ভালো ক্রিকেটই উপহার দেন কোহলিরা। আর রবিবার, সামনে পাকিস্তান। আজ ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।
এইমুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি বেশ শক্তিশালী জায়গায় রয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেন করছেন চলতি প্রতিযোগিতায়। ভারতের সেরা এই দুই ক্রিকেটারের হাতেই থাকবে ওপেনিং-এর দায়িত্ব।
অন্যদিকে, হার্দিক পান্ডিয়া ফর্মে ফিরেছেন। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বেশ ভালো খেলেছেন তিনি। ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-এও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই অলরাউন্ডারটি। ফলে, পাকিস্তানের বিরুদ্ধে দলে থাকতে চলেছেন হার্দিক (Hardik Pandya)।
প্রসঙ্গত, নিউ ইয়র্কের পিচে পেসাররা বেশি সাহায্য পাচ্ছেন। এই পরিবেশে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারা, প্রমাণ মিলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই। বাঁহাতি পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh) নতুন বলে বেশ ভাল স্যুইং করাচ্ছেন। তাছাড়া মহম্মদ সিরাজও (Mohammed Siraj) এই পিচে আগুনে বোলিং করছেন। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) আবার নতুন বলের পাশাপাশি পুরনো বলেও সমান ভয়ঙ্কর হয়ে উঠেছেন। নিঃসন্দেহে তারাও প্রথম একদশে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার।
কেমন হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ?
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
নিউ ইয়র্কে প্রায় ৩৪,০০০ দর্শকের সামনে বাবর আজমদের বিরুদ্ধে খেলতে নামছেন রোহিতরা। অন্যদিকে, এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতার মঞ্চে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান। যার মধ্যে ৬ বারই জয় পেয়েছে ভারত। এখন দেখার বিষয় এটাই যে, আজকের ম্যাচে ফলাফল কি দাঁড়ায়?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।