'ওয়াটার ব্রেকের পরই বদলে গেল খেলা' নিউজ়িল্যান্ডকে হারিয়ে অকপট আফগান ওপেনার গুরবাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে হার নিউজ়িল্যান্ডের। প্রথম বার কিউয়িদের বিরুদ্ধে জয় আফগানিস্তানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হার নিউজ়িল্যান্ডের। প্রথম বার কিউয়িদের বিরুদ্ধে জয় আফগানিস্তানের।

আর এই ম্যাচ জিতে রীতিমতো আপ্লুত আফগান অধিনায়ক রশিদ খান। তিনি নিজেও রেকর্ড গড়লেন এই ম্যাচে। সেইসঙ্গে, ম্যাচের সেরা রহমানউল্লাহ গুরবাজ় জানালেন যে, জলপানের বিরতির সময় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে পাওয়া মেসেজই বদলে দেয় তাঁর খেলা।

Latest Videos

শনিবার, ভারতীয় সময় ভোর ৫টা থেকে শুরু হয় আফগানিস্তান বনাম নিউজ়িল্যান্ড ম্যাচ। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। জয়ের পর আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলছেন, “টি-২০ ক্রিকেটে এটা আমাদের অন্যতম সেরা একটি জয়। উইকেট মোটেই সহজ ছিল না। কিন্তু প্রথম ১০ ওভারে একটা উইকেটও হারাইনি আমরা। এমন একটা দলকে নেতৃত্ব দেওয়া সত্যিই গর্বের ব্যাপার।”

তিনি আরও যোগ করেছেন, “গুরবাজ় এবং ইব্রাহিম জাদরান দায়িত্ব নিয়ে ভালো খেলেছে। আর আমাদের বোলিং বিভাগকেও সমান কৃতিত্ব দিতে হবে । আমাদের বিপক্ষে যে কোনও দলের ১৬০ রান তোলা বেশ কঠিন হবে।” উল্লেখ্য, অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপে সেরা বোলিং করলেন রশিদ খান।

শুধু তাই নয়, প্রাক্তন নিউজ়িল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ডও ভেঙে দিলেন তিনি। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন রশিদ খান। গত ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ভেত্তোরি।

অন্যদিকে, জয়ের নায়ক আফগান ওপেনার গুরবাজ়। সদ্য আইপিএলজয়ী ব্যাটার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। তিনি বলেছেন, “যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের। এটা আমরা সবাই বিশ্বাস করি। প্রথম ইনিংসে এই পিচে ব্যাট করা মোটেই সহজ ছিল না। কিন্তু জল পানের বিরতির সময় দলের তরফে একটা বার্তা পাঠানো হয় আমাদের। আমার শুরুটা ভালো না হলেও, ইব্রাহিম বলছিল মাথা ঠান্ডা রাখতে। মনে হয়েছিল যে, আমরা ১৩০-১৪০ রান তুলতে পারলেই জয় সম্ভব। নিউজ়িল্যান্ডের মতো দলের বিরুদ্ধে জয় সত্যিই দারুণ ব্যাপার।”

সবমিলিয়ে, টি-২০ বিশ্বকাপের শুরুটা বেশ ভালোই করল আফগানরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia