T-20 World Cup 2024: চোটের কবলে রোহিত, টস করতে যাবেন কে? তুঙ্গে জল্পনা

Published : Jun 07, 2024, 08:35 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

পাকিস্তান ম্যাচে নামার আগে ধাক্কা। শোনা যাচ্ছে চোটের কবলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তান ম্যাচে নামার আগে ধাক্কা। শোনা যাচ্ছে চোটের কবলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করার সময় বল এসে লাগে রোহিতের কাঁধে। চোট পান তিনি। আরও কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও, ব্যর্থ হন রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সেই চোট কি ছিটকে দিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। একান্তই যদি রোহিত মাঠে নামতে না পারেন, তাহলে অধিনায়কত্ব করতে পারেন যশপ্রীত বুমরা। কিন্তু আদৌ কি তাই?

আসলে জল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে। যশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “কান্ট ওয়েট ফর যশপ্রীত, টু ডু দ্য টস।” আর তা দেখে অনেকেই মনে করছেন, আগামী রবিবার বুমরাই হয়ত শেষপর্যন্ত টস করতে যাবেন।

তবে অনেকের মতে সঞ্জনার এই পোস্ট সম্ভবত কোনও প্রমোশনাল বিজ্ঞাপনের জন্য। আর এই পোষ্ট দেখেই রীতিমতো বিচলিত রোহিত ভক্তরাও। জল্পনা শুরু হয়ে গেছে ক্রিকেটমহলেও। তাহলে কি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন না রোহিত? অধিনায়ককে বাদ দিয়েই এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে হবে ভারতকে? সবমিলিয়ে চিন্তার ভাঁজ ভারতীয় ক্রিকেট ফ্যানদের কপালে।

কিন্তু রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন, তাঁর এই চোট নিয়ে কোনও চিন্তা করার দরকার নেই। তিনি আশ্বস্ত করেছেন যে, তাঁর চোট নিয়ে বিচলিত হওয়ার মতো কিছুই হয়নি। সুস্থ আছেন তিনি। একদম ঠিকঠাক আছেন রোহিত, জানালেন নিজেই।

কারণ, ভারত-পাক ম্যাচের আগে অনেকটাই সময় পাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাই আগামী রবিবারই, সবকিছুর উত্তর পাওয়া যাবে। জল্পনার অবসান ঘটিয়ে রোহিত ২২ গজে নামবেন কিনা, উত্তর দেবে সময়। তাই গোটা দলের ফোকাস এখন পাকিস্তান ম্যাচে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড