রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই, চোটের জন্য অনিশ্চিত স্মৃতি

শুক্রবার শুরু হয়েছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। রবিবার এই প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। এটাই এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার ও সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার খেলা অনিশ্চিত। গত সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পান স্মৃতি। সেই চোট এখনও সারেনি। ২৬ বছরের এই ব্যাটারের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে। তিনি যদি খেলতে না পারেন, তাহলে জেমাইমা রডরিগেজের সঙ্গে ওপেন করতে পারেন সদ্য অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য স্মৃতিকে ফিট করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে ১০০ শতাংশ ফিট না হয়ে উঠলে স্মৃতিকে খেলানো হবে না। ভারতীয় দলে স্মৃতির মতো দক্ষ না হলেও, বিকল্প ক্রিকেটার আছেন। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শেফালি। ফলে তিনি যদি স্মৃতির পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পান, তাহলে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি শেফালি।

ভারতীয় দল যেমন দলের অন্যতম সেরা তারকা স্মৃতির চোট নিয়ে বিব্রত, তেমনই পাকিস্তান দলেও চোট-সমস্যা রয়েছে। আঙুলের চোটের জন্য এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না পেসার ডায়না বেগ। ফলে এই ম্যাচে ভারতীয় দলের সুবিধা হতে পারে।

Latest Videos

এখনও পর্যন্ত মহিলাদের টি-২০ ম্যাচে ১৩ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। তার মধ্যে ১০টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। রবিবারও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারতীয় দল। ওডিআই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড আরও ভালো। ওডিআই ফর্ম্যাটে ২ দলের সাক্ষাৎ হয়েছে ১১ বার। ১১টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড উজ্জ্বলতর করাই ভারতীয় দলের লক্ষ্য। 

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে আছেন- হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, অঞ্জলি সর্বাণী ও পূজা বস্ত্রকর।

রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টায়। টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। বিভিন্ন আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ সম্প্রচারিত হবে ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

বিস্তারিত দেখুন-

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

সুস্থ উঠছেন ঋষভ পন্থ, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক্রিকেটপ্রেমীদের

জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে ৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া, নাগপুর টেস্টে ইনিংসে জয় ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury