রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার খেলা নিশ্চিত, সম্ভাব্য প্রতিপক্ষ সৌরাষ্ট্র

Published : Feb 11, 2023, 10:50 PM IST
Manoj Tiwary

সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফির শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছে বাংলা। সেমি ফাইনালেও সেই পারফরম্যান্স অব্যাহত। রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার খেলা নিশ্চিত।

রঞ্জি ট্রফি সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সরাসরি জয় পাবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না, তবে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার খেলা কার্যত নিশ্চিত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৯ উইকেটে ২৭৯। মধ্যপ্রদেশের চেয়ে ৫৪৭ রানে এগিয়ে বাংলা। রবিবার ম্যাচের শেষ দিন। বাংলার লিড যদি আর না-ও বাড়ে, তাহলেও বাংলার বিন্দুমাত্র সমস্যা হবে না। এক দিনে মধ্যপ্রদেশ ৫৫০-এর কাছাকাছি রান তুলে জয় ছিনিয়ে নেবে, এটা ভাবা বাড়াবাড়ি। বাংলার বোলাররা সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখালেও এক দিনে এত রান করা অত্যন্ত কঠিন। ফলে বাংলা দল নিশ্চিন্ত মনেই রবিবার খেলতে নামতে পারবে। প্রথম ইনিংসে আকাশ দীপ, শাহবাজ আহমেদরা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে দ্বিতীয় ইনিংসে বাংলার আশঙ্কার কোনও কারণ নেই। ফলে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার খেলা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই।

এই ম্যাচের প্রথম ইনিংসে ৪৩৮ রান করে অলআউট হয়ে যায় বাংলা। শতরান করেন সুদীপ কুমার ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। ১২০ রান করেন অনুষ্টুপ এবং ১১২ রান করেন সুদীপ। বাংলার অধিনায়ক মনোজ করেন ৪২ রান। ৫১ রান করেন অভিষেক পোড়েল। ২৩ রান করেন ওপেনার করণ লাল। ২৭ রান করেন অপর ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। 

এরপর মধ্যপ্রদেশকে ১৭০ রানে অলআউট করে দেয় বাংলা। ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন আকাশ দীপ। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন শাহবাজ। ১ উইকেট করে নেন ঈশান পোড়েল ও মুকেশ কুমার। মধ্যপ্রদেশের হয়ে সর্বাধিক ৬৫ রান করে সারাংশ জৈন। ৪৪ রান করে অপরাজিত থাকেন শুভম শর্মা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অসাধারণ পারফরম্যান্স দেখান অনুষ্টুপ। তিনি করেন ৮০ রান। ৪১ রান করেন সুদীপ। শাহবাজ করেন ২৯ রান। মনোজ করেন ১৫ রান। দিনের শেষে ৬০ রানে অপরাজিত প্রদীপ্ত প্রামাণিক। ১৯ রান করেন করণ। ১৭ রান করেন অভিমন্যু। মধ্যপ্রদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন সারাংশ জৈন।৩ উইকেট নিয়েছেন কুমার কার্তিকেয়।

অন্য সেমি ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি ট্রফি ফাইনালে যাওয়ার পথে সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে কর্ণাটকের ৪০৭ রানের জবাবে ৫২৭ রান করে সৌরাষ্ট্র। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান করেছে কর্ণাটক। দিনের শেষে ৩ রানে এগিয়ে কর্ণাটক। ফলে সৌরাষ্ট্রর রঞ্জি ট্রফি ফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

সুস্থ উঠছেন ঋষভ পন্থ, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক্রিকেটপ্রেমীদের

আম্পায়ারের অনুমতি না নিয়ে আঙুলে ক্রিম লাগিয়ে জরিমানার মুখে রবীন্দ্র জাদেজা

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?