মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে রবিবার পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়ালেন হরমনপ্রীত কউররা।
মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বোলিং ও ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছিল। তবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন। তারপর ব্যাটাররা বাকি কাজ শেষ করে দিলেন। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১০৫ রান করে পাকিস্তান। ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন অরুন্ধতী রেড্ডি। ১২ রান দিয়ে ২ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। ১ উইকেট করে নেন রেণুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা ও আশা শোভানা। ১০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং লাইনআপ সাময়িক সমস্যায় পড়েছিল। তবে শেষপর্যন্ত জয় এল।
শেফালি ভার্মার লড়াই
ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা এদিন ১৬ বলে ৭ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার শেফালি ভার্মা ৩২ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৩ রান করেন জেমাইমা রডরিগেজ। প্রথম বলেই আউট হয়ে যান রিচা ঘোষ (০)। ৮০ রানের মাথায় পরপর ২ বলে জেমাইমা ও রিচার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় অধিনায়কোচিত ইনিংস খেলে ভারতীয় দলকে জয় এনে দেন হরমনপ্রীত কউর। তিনি ২৯ রান করে চোটের জন্য অবসৃত হন। দীপ্তি ৭ রান করে অপরাজিত থাকেন। ৬ উইকেটে জয় পেল ভারত। ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
আত্মবিশ্বাস বাড়ল হরমনপ্রীতদের
প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচেও জয় পেলে নক-আউটের দিকে এগিয়ে যাবে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিশ্বের সেরা ১০ জন সুন্দরী মহিলা ক্রিকেটারের তালিকায় কারা জায়গা পেলেন? দেখে নিন
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিবম দুবে, পরিবর্ত তিলক ভার্মা
টেস্টে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার লক্ষ্যে এগোচ্ছেন? কী জানালেন জো রুট?