IND vs ENG Oval Test: ওভালে ম্যাজিক! ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়ে, সিরাজ-কৃষ্ণর দাপটে ইংল্যান্ড বধ ভারতের

Published : Aug 04, 2025, 04:33 PM ISTUpdated : Aug 04, 2025, 08:23 PM IST
india vs england live

সংক্ষিপ্ত

IND vs ENG Oval Test: ওভালে রীতিমতো দাপট দেখালেন মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। পঞ্চম তথা শেষ টেস্টে, জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। 

IND vs ENG Oval Test: ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনটাই ছিনিয়ে নিল। ঐতিহাসিক ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট (ind vs eng oval test)। আর সেই ম্যাচেরই নিস্পত্তি হল শেষ দিন (live score ind vs eng)।

অনবদ্য লড়াই করে ভারত জয় পেল ৬ রানে

বল হাতে জ্বলে উঠলেন ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। উল্লেখ্য, টসে জিতে এই ম্যাচে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। আর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, বেজায় বিপাকে পড়ে টিম ইন্ডিয়া (ind vs eng live score)। ওপেনার যশস্বী জয়সওয়াল ফিরে যান মাত্র ২ রানে এবং কেএল রাহুল করেন মাত্র ১৪ রান। তারা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর, দলের হাল ধরেন সাই সুদর্শন (india vs england - 5th test)।

তবে সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি থাকলেও মাত্র ২১ রান করে আউট হয়ে যান ভারত অধিনায়ক শুভমান গিল। তবে করুণ নায়ার বেশ ভালো লড়াই করেন। তাঁর সংগ্রহে ৫৭ রান। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা করেন ৯, পন্থের পরিবর্তে দলে আসা উইকেটকিপার-ব্যাটার ধ্রুভ জুরেলের ঝুলিতে ১৯ রান এবং ওয়াশিংটন সুন্দরের সংগ্রহে ২৬ রান। আকাশদীপ, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ খালি হাতে ফিরে যান। ভারত অলআউট হয়ে যায় মাত্র ২২৪ রানে।

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন গাস অ্যাটকিনসন। এছাড়াও ৩টি উইকেট পান জশ টাং এবং ১টি উইকেট ক্রিস ওকসের সংগ্রহে। জবাবে ব্যাট করতে নেমে, খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। মাত্র ২৪৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সর্বাধিক ৬৪ রান করেন জ্যাক ক্রলে। অন্যদিকে, হ্যারি ব্রুকের সংগ্রহে ৫৩ রান, বেন ডাকেট করেন ৪৩ রান, জো রুটের ঝুলিতে ২৯ রান এবং অধিনায়ক অলি পোপ স্কোরবোর্ডে ২২ রান যোগ করেন।

তবে জেমিয়ে ওভারটন, জশ টাং এবং ক্রিস ওকস কার্যত, খালি হাতে ফিরে যান। এছাড়া গাস অ্যাটকিনসন করেন ১১ রান। নিঃসন্দেহে দাপট দেখান ভারতীয় বোলাররা। ৪টি করে উইকেট পান প্রসিধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ। এছাড়া ১টি উইকেট পান আকাশদীপ।

দ্বিতীয় ইনিংসে লড়াকু ব্যাটিং ভারতের

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। কেএল রাহুল মাত্র ৭ রানে এবং সাই সুদর্শন ১১ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও দুরন্ত লড়াই করেন ওপেনার যশস্বী জয়সওয়াল এবং আকাশদীপ। তাদের এই জুটি ভারতকে ফের একবার লড়াইতে ফিরিয়ে আনে। আকাশদীপ করেন ৬৬ রান। অধিনায়ক শুভমান এই ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারলেন না। ফিরে গেলেন মাত্র ১১ রানে। অপরদিকে, করুণ নায়ারের ঝুলিতে মাত্র ১৭ রান।

তবে রবীন্দ্র জাদেজার প্রশংসা করতেই হয়। তাঁর গুরুত্বপূর্ণ ৫৩ রান এবং সেইসঙ্গে ওয়াশিংটন সুন্দরেরও ৫৩ রান ভারতকে ভালো জায়গায় নিয়ে যায়। তাছাড়া ধ্রুভ জুরেলও ৩৪ রান স্কোরবোর্ডে যোগ করেন। শেষপর্যন্ত, ভারত দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান তোলে।

ইংল্যান্ডের হয়ে ৫টি উইকেট নেন জশ টাং, ৩টি উইকেট পেয়েছেন গাস অ্যাটকিনসন এবং ২টি উইকেট নিয়েছেন জেমিয়ে ওভারটন। জবাবে ব্যাট করতে নেমে আপাতত ইংল্যান্ডের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান। ওপেনার জ্যাক ক্রলে ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। অন্যদিকে, বেন ডাকেট করেছেন ৫৪ রান, অধিনায়ক অলি পোপের সংগ্রহে ২৭ রান। কিন্তু জো রুট এবং হ্যারি ব্রুকের প্রশংসা করতেই হবে। সঠিক সময়ে এই দুই ব্যাটার জ্বলে ওঠেন এবং গোটা দলকে নির্ভরতা দেন।

দুরন্ত সেঞ্চুরি করলেন জো রুট এবং হ্যারি ব্রুক

রুটের ঝুলিতে ১০৫ রান এবং ব্রুকের সংগ্রহে ১১১ রান। অন্যদিকে, জেকব বেথেল করেছেন মাত্র ৫ রান। ক্রিজে জেমিয়ে স্মিথ ২ রানে এবং জেমিয়ে ওভারটন খালি হাতে অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনের খেলার শেষদিকে বৃষ্টি নামে। ফলে, খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর, ষ্ট্যাম্পস ঘোষণা করে দেন আম্পায়াররা। তখন ইংল্যান্ডের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান। অর্থাৎ, জয়ের জন্য শেষদিন ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান।

আর ভারতের দরকার ছিল মাত্র ৪টি উইকেট। সবথেকে বড় বিষয়, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। অতএব, সিরিজ ড্র করতে গেলে, এই টেস্টে জিততেই হত শুভমানদের। আর সেখানেই বাজিমাৎ করলেন তারা। এইজন্যই বলা হয়, টেস্ট ক্রিকেট মানেই একটা ক্লাসিক্যাল উত্তেজনা। সেই ম্যাচেই রীতিমতো ক্লাসিক্যাল হিরো বনে গেলেন ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। 

ওভালে রীতিমতো দাপট দেখালেন এই দুই বোলার। বিশেষ করে শেষদিন, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর হাত ধরেই জয় পেল ভারত। তবে একটা সময় মনে হচ্ছিল, হয়ত হাত থেকে ম্যাচ বেরিয়ে যেতে পারে ভারতের। কারণ, ইংল্যান্ডের হাতে তখন ২ উইকেট এবং জয়ের জন্য দরকার মাত্র ১৯ রান। তাছাড়া গাস অ্যাটকিনসন একটি ছয় যেন চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু এদিন যেন সিরাজ-কৃষ্ণ জুটি ভারতকে জেতাতেই মাঠে নেমেছিল। প্রসিধের দুরন্ত স্পেলে বোল্ড হলেন জশ টাং।

কিন্তু তখনও পুরো আশঙ্কার কালো মেঘ যেন কাটেনি। মাত্র ৬ রান দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড। বল করতে আসছেন ভারতের দাপুটে পেসার মহম্মদ সিরাজ। কোটি কোটি চোখ যেন তাঁর দিকে তাকিয়ে। অনবদ্য বোলিং, সঙ্গে সঙ্গে ছিটকে গেল গাস অ্যাটকিনসনের উইকেট এবং সেলিব্রেশন শুরু। উইকেট হাতে নিয়েই উল্লাসে মাতলেন সিরাজ এবং আনন্দে ভাসল গোটা ভারতীয় দল। 

 

 

ঐতিহাসিক ওভালে, ৬ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে, সিরিজে তারা সমতা ফেরাল, ফলাফল ২-২। ৪ উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণ এবং ১টি উইকেট পেয়েছেন আকাশদীপ। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট এবং প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম