IND vs ENG Oval Test: বেন ডাকেটের গলা জড়িয়ে ধরলেন আকাশদীপ! হতে পারে নির্বাসন?

Published : Aug 02, 2025, 11:14 PM ISTUpdated : Aug 02, 2025, 11:51 PM IST
Ben Duckett-Aakash Deep

সংক্ষিপ্ত

IND vs ENG Oval Test: বেন ডাকেটের গলা জড়িয়ে বেজায় বিপাকে পড়েছেন আকাশদীপ। এবার সেইজন্য পড়তে পারেন নির্বাসনের কোপেও।

IND vs ENG Oval Test: ভারতীয় পেস বোলার আকাশদীপ রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে (ind vs eng oval test)। এমনকি, প্রাক্তন ক্রিকেটাররাও মুখ খুলতে শুরু করেছেন (live score ind vs eng)। যেমন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিং জানিয়েছেন, “আমি যদি ঐ জায়গায় থাকতাম, তাহলে ঘুষি মারতাম!" 

মার্কাস ট্রেসকোথিক আবার বলছেন, কনুইয়ের গুঁতোই মেরে দিতেন তিনি। কার্যত, নিশানায় এখন শুধুই আকাশদীপ। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের উত্তাপ এখন ওভালের ২২ গজ ছাড়িয়ে রীতিমতো বাইরে চলে এসেছে। 

ঘটনাটা ঠিক কী হয়েছে?

আসলে ইংল্যান্ডের বেন ডাকেটকে আউট করার পর, তাঁর গলা জড়িয়ে ধরে মাঠ থেকে বিদায় জানান আকাশদীপ। এবার প্রশ্ন হচ্ছে যে, তাহলে কি তিনি এই কাজ করে ক্রিকেটের নিয়ম ভেঙেছেন? তবে কি এবার শাস্তির মুখে পড়বেন?

ওভালে ইংল্যান্ডের ইনিংস শুরু হতেই আকাশদীপ এবং ডাকেটের মধ্যে একটু আধটু ঝামেলা চলছিল। এরপর আবার আকাশদীপের একটা বলে রিভার্স পুল করে ছয় হাঁকান ডাকেট। তারপর ইংল্যান্ড ব্যাটার আকাশদীপকে বলে বসেন, “তুমি আমাকে আউট করতে পারবে না।” 

 

 

খুব স্বাভাবিকভাবেই আকাশদীপও কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। এরপর থেকেই দুজনের মধ্যে ঠাণ্ডা লড়াই চলতে থাকে। তারপর যখন ৪৩ রানে ব্যাট করছেন বেন ডাকেট, তখন সেই আকাশদীপের বলেই একবার রিভার্স স্কুপ করার চেষ্টা করেন তিনি। কিন্তু বল ব্যাটের কানায় লেগে উঠে যায় এবং উইকেটকিপার ধ্রুব জুরেল ক্যাচটি লুফে নেন। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন বেন ডাকেট। 

এরপরেই পরে দেখা যায়, ডাকেটের গলা জড়িয়ে ধরে কিছু একটা বলছেন আকাশদীপ। তাঁর মুখে হাসি থাকলেও, ধারাভাষ্যকারদের মনে হয়েছে যে, আদতে তিনি বিদ্রুপ করছেন। কারণ, ডাকেটের মুখে আবার তখন কোনও হাসি ছিল না। তবে তার কয়েক মুহূর্তের মধ্যেই আকাশদীপকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান লোকেশ রাহুল।

তাহলে কি শাস্তি পেতে পারেন আকাশদীপ?  

ক্রিকেটের ২.১২ ধারা অনুযায়ী, কোনও ক্রিকেটার ইচ্ছাকৃতভাবে যদি অন্য কোনও ক্রিকেটারকে আঘাত করেন, তাহলে তিনি শাস্তি পাবেন। তবে সেক্ষেত্রে কয়েকটা বিষয় দেখে নেওয়া জরুরী। তিনি সত্যিই ইচ্ছাকৃতভাবে আঘাত করেছেন কিনা এবং তিনি যাকে আঘাত করেছেন, তিনি আগে তাঁকে আদৌ উত্তেজিত করেছিলেন কি না। এছাড়াও যাকে আঘাত করা হয়েছে, তাঁর কতটা চোট লেগেছে? সর্বোপরি, যাকে আঘাত করা হয়েছে, তাঁর বক্তব্যও নাকি শোনা হয়ে থাকে।

তবে আকাশদীপ গলা জড়িয়ে ধরলেও, কোনওভাবেই ডাকেটকে আঘাত করেননি তিনি। আপাতদৃষ্টিতে দেখতে গেলে, হাসিমুখেই কথা বলছিলেন তিনি। ডাকেটও কিন্তু পাল্টা কিছু বলেননি আকাশদীপকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম