IND vs NZ ODI: প্রথম ম্যাচেই দুরন্ত জয়। নেপথ্যে তিন তারকা। বিরাট কোহলি, শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার। ৪ উইকেটে কিউয়িদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। রবিবার থেকে শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজ (india vs new zealand odi)। ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে, প্রথম ম্যাচে কিউয়িদের মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচেই দাপুটে জয় হাসিল করলেন শুভমানরা (ind vs nz odi)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-২০ সিরিজ জয়ের পর, আত্মবিশ্বাসকে সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচ জিতে নিল ভারত (ind vs nz odi)। এই ম্যাচে, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নিউজিল্যান্ড।
ওপেনার ডেভন কনওয়ে করেন ৫৬ রান এবং কিউয়িদের আরেক ওপেনার হেনরি নিকোলসের সংগ্রহে ৬২ রান। তবে মিডল অর্ডারে নেমে উইল ইয়ং খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ১২ রানে আউট হন তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে, হাল ধরেন ড্যারিল মিচেল। তাঁর ঝুলিতে ৮৪ রান।
এছাড়া গ্লেন ফিলিপস করেন ১২ রান, দলের উইকেটকিপার-ব্যাটার মিচেল হে-র ঝুলিতে ১৮ রান, অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের সংগ্রহে ১৬ রান এবং জাকারি ফাউলকেস ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। অন্যদিকে, ক্রিস্টিয়ান ক্লার্ক ২৪ রানে এবং কাইলে জেমিয়েসন ৮ রানে অপরাজিত থাকেন শেষপর্যন্ত। নির্ধারিত ৫০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে নিউজিল্যান্ড।
একটা সময়, রীতিমতো দাপট দেখান ভারতীয় বোলাররা। ২টি করে উইকেট পান হম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং প্রসিধ কৃষ্ণ। সেইসঙ্গে, ১টি উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমেই শুরু হয় শুভমান ঝড়। দলের ওপেনার রোহিত শর্মা করেন ২৬ রান। কিন্তু গিল উপহার দেন ৫৬ রানের অধিনায়কোচিত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছয়। এরপর নামেন বিরাট কোহলি। আবারও তিনি প্রমাণ করলেন, কেন এখনও বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকার নাম বিরাট কোহলি।
ক্রিকেট গ্রামার বুক মেনে একের পর এক শট। কখনও কভার ড্রাইভ, আবার কখনও কাট করে রান। কোহলি জাদু অব্যাহত। উপহার দিলেন ৯৩ রানের রাজকীয় ইনিংস। স্ট্রাইক রেট ১০২.২০। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ১টি ছয়। অপরদিকে, দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও বেশ ভালো খেলেন। তাঁর সংগ্রহে ৪৯ রান। তিনি মারেন ৪টি চার এবং ১টি ছয়।
টিম ইন্ডিয়ার ওপেনার এবং মিডল অর্ডার ব্যাটাররা আসল কাজটি করে দেওয়ায়, পরেরদিকে নামা ব্যাটারদের পক্ষে ম্যাচ বের করে আনা অনেকটাই সহজ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা করেন ৪ রান এবং হর্ষিত রানার সংগ্রহে ২৯ রান। ম্যাচের শেষপর্যন্ত, উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল ২৯ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৭ রানে অপরাজিত ছিলেন।
খেলার ৪৯ ওভারে, ৬ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে ফেলে ভারত। এক ওভার বাকি থাকতেই কিউয়িদের বিরুদ্ধে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন কাইলে জেমিয়েসন। ১টি করে উইকেট পেয়েছেন আদিত্য অশোক এবং ক্রিস্টিয়ান ক্লার্ক।
ভারত ম্যাচ জেতে ৪ উইকেটে। ম্যাচের সেরা বিরাট কোহলি।
ভারতঃ রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
নিউজিল্যান্ডঃ ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার-ব্যাটার), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাকারি ফাউলকেস, ক্রিস্টিয়ান ক্লার্ক, কাইলে জেমিয়েসন, আদিত্য অশোক
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।