ভারত-নিউজিল্যান্ড প্রথম ওডিআই: ড্যারিল মিচেলের দুরন্ত ব্যাটিং, ভারতের টার্গেট ৩০১

Published : Jan 11, 2026, 05:32 PM IST
Daryl Mitchell and Michael Bracewell

সংক্ষিপ্ত

India vs New Zealand: গত এক দশকে নিউজিল্যান্ডের ক্রিকেট দল অনেক উন্নতি করেছে। এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দল কিউয়িদের। ভারতের মাটিতেই ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা। তবে ভারতীয় দলও যথেষ্ট শক্তিশালী। ফলে সেয়ানে-সেয়ানে টক্কর হচ্ছে।

DID YOU KNOW ?
রোহিত-বিরাটের লড়াই
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের পর ভারতীয় দল কয়েক মাস ওডিআই সিরিজ খেলবে না। ফলে এই সিরিজ রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে গুরুত্বপূর্ণ।

India vs New Zealand ODI Series: ভডোদরার (Vadodara) বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium) ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ৩০০ রান করল নিউজিল্যান্ড। সর্বাধিক ৮৪ রান করলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তাঁর ৭১ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) ৬৭ বল খেলে ৫৬ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার হেনরি নিকোলস (Henry Nicholls) ৬৯ বল খেলে ৬২ রান করেন। ভারতীয় দলের হয়ে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আট ওভার বোলিং করে ৪০ রান দিয়ে জোড়া উইকেট নেন। হর্ষিত রানা (Harshit Rana) ১০ ওভার বোলিং করে ৬৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) নয় ওভার বোলিং করে ৬০ রান দিয়ে জোড়া উইকেট নেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) নয় ওভার বোলিং করে ৫২ রান দিয়ে জোড়া উইকেট নেন।

কঠিন লড়াই ভারতের 

যে কোনও পর্যায়ের ক্রিকেটেই ৩০১ রানের টার্গেট অত্যন্ত কঠিন। ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হলেও, সবাইকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও (Shubman Gill) এবং বিরাট কোহলির (Virat Kohli) উপর নির্ভর করছে দল। চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) কেমন পারফরম্যান্স দেখান, সেদিকে সবার নজর থাকছে। কে এল রাহুলের (KL Rahul) উপরেও ভরসা করছে দল। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar) ভালো ব্যাটিং করার চেষ্টা করবেন।

'চেজ মাস্টার' বিরাট

বিশাল টার্গেট তাড়া করতে হলে বিরাটের দিকে তাকিয়ে থাকে ভারতীয় দল। এই তারকা এবারও ভালো ব্যাটিং করে দলকে জেতানোর চেষ্টা করবেন। তিনি সম্প্রতি ভালো ফর্মে আছেন। সেই ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার নিউজিল্যান্ডের ৩ ব্যাটার অর্ধশতরান করলেন।
রবিবার ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের ৩ ব্যাটার অর্ধশতরান করলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগে যুবরাজের থেকে পরামর্শ নিচ্ছেন সঞ্জু, ভাইরাল ট্রেনিং ভিডিও
ভারতে নিরাপত্তার আশঙ্কায় বাংলাদেশ, বিনা বাধায় রাস্তায় হাঁটলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা