IND vs NZ T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল?

Published : Jan 21, 2026, 10:19 AM IST
IND vs NZ T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল?

সংক্ষিপ্ত

IND vs NZ T20: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে এটি শেষ সিরিজ। যেখানে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। খুব স্বাভাবিকভাবেই, এই সিরিজটি জিততে চাইবে টিম ইন্ডিয়া। কারণ, একদিনের সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে (ind vs nz t20 series)। 

IND vs NZ T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে (IND vs NZ first T20)। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নাগপুরে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে এটি শেষ সিরিজ। যেখানে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। খুব স্বাভাবিকভাবেই, এই সিরিজটি জিততে চাইবে টিম ইন্ডিয়া। কারণ, একদিনের সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে (ind vs nz t20 series)।  

ভারতের সামনে চ্যালেঞ্জ এবং চাপ দুটোই রয়েছে

প্রসঙ্গত, ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখার জন্য প্রস্তুতি নেওয়া ভারতের সামনে চ্যালেঞ্জ এবং চাপ দুটোই রয়েছে। অপরদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্য হল, প্রথম টি-২০ সিরিজ জয়। অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি এবং জ্যাকব ডাফি দলে ফিরে আসায় কিউইদের নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল দলে ফিরে আসায় ভারত আরও শক্তিশালী হবে। অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে খেলতে হলে এই সিরিজে সঞ্জুর পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। চোটের কবলে থাকা তিলক ভার্মার পরিবর্তে দলে আসবেন ঈশান কিষাণ। 

অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্যও এই সিরিজ ফর্মে ফেরার একটি সুযোগ। যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিংয়ের সঙ্গে চতুর্থ বোলার হিসেবে দলে জায়গা পাওয়ার জন্য হর্ষিত রানা এবং কুলদীপ যাদবের মধ্যে টক্কর চলতে পারে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?

তবে এক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে পিচের চরিত্র। সেই অনুযায়ী, প্রথম একাদশ ঠিক হবে। তবে বিধ্বংসী ড্যারিল মিচেলকে নিয়ে অবশ্যই ভাবতে হবে সূর্যকুমার যাদবদের। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস এবং মার্ক চ্যাপম্যানও ভারতীয় বোলারদের ছন্দ নষ্ট করার যথেষ্ট ক্ষমতা রাখেন। তবে এখন বিশ্বকাপের আগে দলের ভুলত্রুটি শুধরে নেওয়াই দুই দলের প্রধান লক্ষ্য। তাই পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, হর্ষিত রানা, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: এবার আইপিএলে এআই-এর প্রবেশ? গুগল জেমিনির সঙ্গে বিসিসিআই-এর রেকর্ড অঙ্কের চুক্তি
IND vs NZ T20 Series: টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজ, পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত? বড় ইঙ্গিত দিলেন সূর্য