IND vs NZ Women: দুরন্ত হাফ সেঞ্চুরি স্মৃতি-প্রতীকার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান গড়ার পথে ভারত

Published : Oct 23, 2025, 05:00 PM IST
IND vs NZ Women: দুরন্ত হাফ সেঞ্চুরি স্মৃতি-প্রতীকার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান গড়ার পথে ভারত

সংক্ষিপ্ত

IND vs NZ Women: উল্লেখ্য, পাঁচটি করে ম্যাচ খেলা হয়ে গেছে ভারত এবং নিউজিল্যান্ডের। দুই দলেরই পয়েন্ট এই মুহূর্তে চার। নেট রান রেটে ভারত চতুর্থ এবং নিউজিল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে।

IND vs NZ Women: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে বৃহস্পতিবার, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড। প্রতিযোগিতার সেমিফাইনালে, জায়গা পাকা করে নেওয়ার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের জন্য (india w vs new zealand w)। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভারত ২৫ ওভারে বিনা উইকেটে ১৪৮ রান তুলেছে (india vs new zealand)।  প্রতীকা রাওয়াল (৫৮) এবং স্মৃতি মান্ধানা (৭৫) ক্রিজে আছেন। তবে এদিন ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে। জেমিমা রডরিগেজ দলে ফিরেছেন। এদিকে অমনজোত কৌরকে বাদ দেওয়া হয়েছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ দুই দলকেই জিততে হবে। 

উল্লেখ্য, পাঁচটি করে ম্যাচ খেলা হয়ে গেছে ভারত এবং নিউজিল্যান্ডের। দুই দলেরই পয়েন্ট এই মুহূর্তে চার। নেট রান রেটে ভারত চতুর্থ এবং নিউজিল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে।

অতএব, বৃহস্পতিবারের ম্যাচে যারা জিতবে, তারাই সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখবে। নিউজিল্যান্ড ম্যাচ এবং শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিতলেই ভারত সহজেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। তাছাড়া রান রেটের সুবিধাও অনুকূলে রয়েছে স্মৃতি মান্ধানাদের। কিন্তু যদি তারা শুধু বাংলাদেশের বিরুদ্ধে জয় পায়, তাহলে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে।

প্রথম একাদশ কেমন হল?

নিউজিল্যান্ডের প্রথম একাদশ: সুজি বেটস, জর্জিয়া পিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ, জেস কের, রোজমেরি মেয়ার, ইডেন কার্সন, লিয়া তাহুহু।

ভারতের প্রথম একাদশ: স্মৃতি মান্ধানা, প্রতীকা রাওয়াল, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রেণুকা সিং, ক্রান্তি গৌড়, শ্রী চারণী।

কিন্তু এখনও পর্যন্ত, ৫৬টি একদিনের ম্যাচে কিউইরা ৩৪টিতে জিতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে, ভারত মাত্র ২২টি ম্যাচে জয় পেয়েছে। তার মধ্যে আবার ২০২২ সালের পর, ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে নিউজিল্যান্ডের জয় ভারতের জন্য যথেষ্টে উদ্বেগের কারণ তো বটেই।

তবে বৃহস্পতিবারের ম্যাচে, এখনও অবধি ভারত বেশ ভালো জায়গায় রয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম