
Asia Cup 2025: পাকিস্তানের হুমকিকে কোনওরকম তোয়াক্কাই করল না আইসিসি (ICC)। এবার ‘নো হ্যান্ডশেক' বিতর্কে কার্যত, কড়া অবস্থান নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ম্যাচ রেফারিকে তাঁর দায়িত্বেই বহাল রাখছে বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থা (no handshake ind vs pak post match)।
রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলতি এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু পহেলগাঁও হামলা এবং গোটা দেশের জনগণের আবেগকে গুরুত্ব দিয়ে, ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর পাকিস্তান অধিনায়কের সঙ্গে কোনওরকম সৌহার্দ্য বিনিময় করেননি। এমনকি, আক্রমণাত্মক মেজাজেই ম্যাচ জেতার পর, সোজা ডাগ-আউটের দিকে হাঁটা দেন সূর্য-শিবম।
‘নো হ্যান্ডশেক' এবং বডি ল্যাঙ্গুয়েজ বলে দিল, এখানে ভারত জিততে এসেছে। মোক্ষম জবাবের সঙ্গে টপ লেভেল অ্যাটিটিউড নিয়েই মাঠ ছাড়ে গোটা ভারতীয় দল। পাক ক্রিকেট দল অপেক্ষা করলেও, ভারতীয় দল হ্যান্ডশেক করেনি। কিন্তু এই অপমান একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
এই ঘটনার পর, পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে পিসিবি জানায়, “টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আগাকে তাদের প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দেন।"
এরপরেই সেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাসপেন্ড করার দাবি তোলে পিসিবি। তারা রীতিমতো হুমকি দিয়ে বলে যে, পাইক্রফটকে যদি সরানো না হয়, তাহলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তান খেলতেই নামবে না।
কিন্তু সেই হুমকিকে এবার রীতিমতো ফুঁৎকারে উড়িয়ে দিল আইসিসি। সূত্রের খবর, কোনওভাবেই আইসিসি এই দাবিকে আমল দিতে নারাজ। তাছাড়া পাইক্রফটকে আইসিসি-র তরফ থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তাঁর উপরই ভরসা রাখছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
উল্লেখ্য, গত ২০০৯ সাল থেকে আইসিসি এলিট প্যানেলে রয়েছেন অ্যান্ডি পাইক্রফট। বহু ম্যাচে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তাই পাইক্রফটকে একদমই সরানো হবে না। বরং, তাঁকে গোটা টুর্নামেন্টেই রেখে দেওয়া হবে। সেই সিদ্ধান্তেই অনড় রয়েছে আইসিসি।
তবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তান মাঠে না নামলে, তারা এশিয়া কাপ থেকেই ছিটকে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।