IND vs PAK Asia Cup 2025: ক্রিকেটারদের মোটিভেট করতে গম্ভীরের নয়া টোটকা? ড্রেসিংরুমে সিরিয়াস গৌতম

Published : Sep 14, 2025, 07:24 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

IND vs PAK Asia Cup 2025: কোচ গৌতম গম্ভীর দলের ক্রিকেটারদের প্রতিও বার্তা দিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, আবেগকে কিন্তু দূরে রাখতে হবে। 

IND vs PAK Asia Cup 2025:  এশিয়া কাপে রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান (india vs pakistan asia cup 2025)। আর এই ম্যাচে, কার্যত, ২২ গজে মহারণ, নিঃসন্দেহে এশীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম মেগা লড়াই। আর সেই ম্যাচের আগে, গৌতম গম্ভীর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন মনসংযোগের বিষয়টি।

পাহাড়প্রমাণ চাপের মধ্যে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা

দুই দেশ মুখোমুখি হলে এমনিতেই চাপা উত্তেজনা শুরু হয়ে যায়। আর এবার বিষয়টা আরও আলাদা। কারণ, পহেলগাঁও হামলা এবং সীমান্তে উত্তেজনার পর, এই প্রথম দুই দেশ মুখোমুখি হতে চলেছে। একটা অংশ আবার ম্যাচ বয়কটের দাবিও তুলেছে। এই পাহাড়প্রমাণ চাপের মধ্যে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা। 

অনেকে তো এও বলছেন, পাকিস্তানের সঙ্গে মাঠেও কোনওরকম বন্ধুত্ব দেখানোর প্রয়োজন নেই। ভারতের কাছে সমর্থকদের একটাই আবদার, রবিবার জিততেই হবে। তবে ভারতীয় ক্রিকেটাররা চেষ্টা করে যাচ্ছেন, নিজেদের উপর যতটা কম সম্ভব চাপ কম রাখা যায়। তবে ড্রেসিংরুমে কিন্তু অনেকরকম আলোচনা চলছে। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে রায়ান টেন দুশখাতে বলেন, "এটা নিশ্চয়ই সংবেদনশীল একটা ইস্যু। তবে ক্রিকেটাররা যথেষ্ট আবেগপ্রবণ। ওরা দেশবাসীর আবেগ ভালোমতো বুঝতে পারে। সেইসব নিয়ে ড্রেসিংরুমে আমাদের আলোচনা হয়েছে। দেখুন ক্রিকেটারদের তো খেলতেই হবে। তাই সরকার এবং বোর্ডের নির্দেশ মেনেই আমরা চলছি।” 

এমনকি, কোচ গৌতম গম্ভীর দলের ক্রিকেটারদের প্রতিও বার্তা দিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, আবেগকে কিন্তু দূরে রাখতে হবে। দুশখাতে জানান, “গম্ভীর বলে দিয়েছেন, যে বিষয়টা তোমাদের নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে ভেবো না। তোমরা শুধু ক্রিকেটে ফোকাস করো।”

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক-ব্যাটার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে/আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম