IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?

Published : Dec 09, 2025, 06:41 PM ISTUpdated : Dec 09, 2025, 06:50 PM IST
IND vs SA T20

সংক্ষিপ্ত

IND vs SA T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। 

IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ (ind vs sa t20i)। পাঁচ ম্যাচের এই সিরিজে জয়ের জন্য মরিয়া ভারতীয় ক্রিকেট দল। আর এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কটকের বারাবাটি স্টেডিয়ামে (ind vs sa first t20 match)। 

টসে জিতে বল করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

সেই ম্যাচেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। 

 

 

প্রসঙ্গত, টেস্ট সিরিজে পরাজিত হলেও একদিনের সিরিজে ওয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবারে তাদের লক্ষ্য টি-২০ সিরিজে জয় ছিনিয়ে নেওয়া। অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরছেন শুভমান গিল। তিনি সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। 

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি২০ ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে। সেইসঙ্গে, জিও হটস্টারেও লাইভ স্ট্রিমিং হবে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। অপরদিকে, সিরিজের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর। খেলাগুলি হবে চণ্ডীগড়, ধর্মশালা, লখনউ এবং আহমেদাবাদে। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকাঃ কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেরা, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, লুথো সিপামলা, লুঙ্গি এনগিডি, অ্যানরিক নর্টজে

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?