ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?

Published : Dec 09, 2025, 01:06 PM ISTUpdated : Dec 09, 2025, 01:16 PM IST
ind vs eng odi cuttack

সংক্ষিপ্ত

India vs South Africa: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গেলেও, ওডিআই সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। মঙ্গলবার শুরু হচ্ছে টি-২০ সিরিজ। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) এই সিরিজ গুরুত্বপূর্ণ।

DID YOU KNOW ?
কটকে লাল মাটির পিচ
কটকের বারাবটি স্টেডিয়ামে নতুন লাল মাটির পিচ তৈরি করা হয়েছে। এই পিচেই মঙ্গলবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে।

India vs South Africa T20: মঙ্গলবার সন্ধেবেলা কটকের (Cuttack) বারাবটি স্টেডিয়ামে (Barabati Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-২০ ম্যাচ কি ভালোভাবে হবে? কটকের আবহাওয়া নিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে। দিনের বেলা কটকের আকাশ রোদ ঝলমলে থাকলেও, সন্ধেবেলা ম্যাচ চলাকালীন আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকতে পারে। এমনকী, সন্ধেবেলা সামান্য বৃষ্টিও হতে পারে। ফলে কিছুক্ষণের জন্য ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। এই সময় সারা দেশেই রাতে শিশির পড়ে। কটকেও শিশির পড়তে পারে। কিন্তু মেঘলা আকাশ থাকলে এবং বৃষ্টি হলে আবহাওয়া সম্পূর্ণ অন্যরকম থাকবে। ফলে আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে যে দল টসে জিতবে তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। এই দল সুবিধা পেতে পারে।

পিচ থেকে সাহায্য পাবেন ব্যাটাররা?

বারাবটি স্টেডিয়ামে লাল মাটির নতুন পিচ তৈরি করা হয়েছে। এই পিচ কেমন আচরণ করবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এই স্টেডিয়ামের পিচ থেকে সাধারণত ব্যাটাররা সাহায্য পেয়ে থাকেন। তবে একইসঙ্গে স্পিনাররাও সাহায্য পান। মঙ্গলবার সন্ধেবেলা ম্যাচ শুরু হওয়ার আগে বা ম্যাচ চলাকালীন যদি সামান্য বৃষ্টি হয়, তাহলে পেসাররাও সুবিধা পেতে পারেন। সন্ধের মুখেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে যে দল পরে ব্যাটিং করবে, তারা সুবিধা পেতে পারে। সবমিলিয়ে ঘটনাবহুল ম্যাচের আশায় কটক

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি

নতুন বছরের শুরুতেই হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। এই টুর্নামেন্টের আগে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে। ফলে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দুই সিরিজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের আশা, বৃষ্টির জন্য কোনও ম্যাচই ভেস্তে যাবে না। এই ম্যাচগুলির মাধ্যমেই দলের সবাইকে দেখে নিতে চাইছে ভারতীয় শিবির। সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের ভারসাম্য বজায় রেখেই টি-২০ বিশ্বকাপের দল বেছে নেওয়া হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
মঙ্গলবার সন্ধেবেলা কটকে ১০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার সন্ধেবেলা কটকের বারাবটি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচ চলাকালীন ১০ শতাংশ বৃষ্টি হতে পারে।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার