IND vs SA Women Final: "২২ গজে নিজেদের সেরাটা দিয়ে প্রমাণ করতে পেরেছি! এটাই হল টিম স্পিরিট" 'স্মৃতি'-র পাতায় বিশ্বকাপ

Published : Nov 03, 2025, 04:17 PM IST
IND vs SA Women Final

সংক্ষিপ্ত

IND vs SA Women Final: জাতীয় পতাকা হাতে তখন চলছে সেলিব্রেশন। আর টিম ইন্ডিয়ার অন্যতম তারকা স্মৃতি মান্ধানা তখন ভীষণ খুশি।  

IND vs SA Women Final: বিশ্বকাপ জয়ের আনন্দে তখন গোটা দল উল্লাসে মাতোয়ারা। স্বপ্ন সফল করে গোটা ভারতীয় ক্রিকেট দল আবেগে ভাসছে (india women vs south africa women)। কেউ জড়িয়ে ধরছেন সতীর্থকে, কেউ আবার পিঠ চাপড়ে দিচ্ছেন, আবার কেউ নাচছেন (ind vs south africa)। 

খুব স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল। জাতীয় পতাকা হাতে তখন চলছে সেলিব্রেশন। আর টিম ইন্ডিয়ার অন্যতম তারকা স্মৃতি মান্ধানা তখন ভীষণ খুশি। ফাইনালে তাঁর ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস বড় পার্থক্য গড়ে দেয় ম্যাচে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। আর জয়ের পরেই মুখ খুললেন স্মৃতি মান্ধানা। 

 

 

কী বললেন স্মৃতি?

বিশ্বকাপ জয়ের পর স্মৃতি জানালেন,  “আমি জানিনা যে, ঠিক কী বলব। আমি এখনও একটা ঘোরের মধ্যে রয়েছি। আমি আপ্লুত, আবেগতাড়িত। ইমোশনাল হয়ে যাচ্ছি। ঘরের মাঠে বিশ্বকাপ জয় সত্যিই যেন আলাদা একটা অনুভূতি। শেষ টি-২০ বিশ্বকাপটা আমাদের সকলের জন্যই কঠিন ছিল। কিন্তু এই বিশ্বকাপের শুরু থেকেই আমরা সবাই ভীষণ ফোকাসড ছিলাম। দলের সবাই মিলে খুব পরিশ্রম করেছি। প্রত্যেকে চাইছিলাম এবার ট্রফি জিততে।"

 

 

ভারতীয় এই তারকা আরও যোগ করেন, "সেই মনোভাব নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। ফিটনেস এবং প্রতিটি বিভাগে আমাদের নজর ছিল। এই ধরনের প্রতিযোগিতায় ভালো ফল করতে গেলে সবার সাপোর্ট জরুরি। যেটা আমরা একটা দল হয়ে এবং একাত্ম হয়ে করতে পেরেছি। সবাই সবার জন্য প্রার্থনা করেছে। ভালো-খারাপ এবং সাফল্য্‌, সবটা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। শেষপর্যন্ত, আমরা ২২ গজে নিজেদের সেরাটা দিয়ে প্রমাণ করতে পেরেছি। এটাই হল টিম স্পিরিট।"

 

 

সত্যিই টিম স্পিরিট। যখন গোটা দল মঞ্চে ট্রফি নিতে উঠছে, তখন চোট পাওয়া প্রতীকা রাওয়ালকে হুইল চেয়ারে করে নিয়ে এলেন সেই স্মৃতি মান্ধানা। আবারও বুঝিয়ে দিলেন, দলগত সাফল্যই শেষ কথা বলে। মেয়েরাও পারে প্রমাণ করতে।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম