IND vs SL Women T20: ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারত। শেষ টি-২০ ম্যাচে ১৫ রানে জিতল টিম ইন্ডিয়া। ভারত বনাম শ্রীলঙ্কা মহিলাদের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি ছিল মঙ্গলবার (ind vs sl women t20)। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার, মুখোমুখি হয় দুই দল (ind vs sri lanka women t20)।
সেই ম্যাচেই জয় ছিনিয়ে নিল ভারতের প্রমীলা বাহিনী। সবথেকে বড় বিষয়, ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেন হরমনপ্রীত কৌররা। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে অবশ্য প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ওপেনার শেফালি ভার্মা ফিরে যান মাত্র ৫ রানে এবং দলে সুযোগ পাওয়া আরেক ওপেনার জি কমলিনীও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর সংগ্রহে মাত্র ১২ রান। এছাড়া হারলিন দেওলের ঝুলিতে মাত্র ১৩ রান।
কিন্তু মিডল অর্ডারে দায়িত্বশিল ভূমিকা পালন করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। উপহার দেন ৪৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস। অন্যদিকে, রিচা ঘোষ করেন মাত্র ৫ রান, দীপ্তি শর্মার সংগ্রহে মাত্র ৭ রান এবং আমানজোত কৌরের ঝুলিতে ২১ রান। সেইসঙ্গে, অরুন্ধতী রেড্ডি করেন ২৭ রান এবং স্নেহ রানা ৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত।
শ্রীলঙ্কার হয়ে কবিশা দিলহারি, রশ্মিকা সেওয়ান্দি এবং অধিনায়ক চামারি আট্টাপাট্টু প্রত্যেকে ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে, শ্রীলঙ্কার দুজন ব্যাটার ছাড়া আর কেউ সেইভাবে সুবিধা করতে পারেননি। ওপেনার হাসিনি পেরেরা করেন ৬৫ রান এবং ইমেশা দুলানির সংগ্রহে ৫০ রান। এছাড়া চামারি আট্টাপাট্টু করেন মাত্র ২ রান। নিলাক্ষীকা সিলভা ৩ রান, কবিশা দিলহারি ৫ রান, হর্ষিতা সামারাবিক্রমা ৮ রান এবং কৌশানি নুথ্যাঙ্গানা মাত্র ১ রান যোগ করেন স্কোরবোর্ডে।
পাশাপাশি রশ্মিকা সেওয়ান্দি মাত্র ১৪ রান এবং মাল্কি মাদারা ৫ রান করেন। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় মাত্র ১৬০ রানে। ১৫ রানে জয় ভারতের এবং ম্যাচের সেরা হরমনপ্রীত কৌর। সিরিজের সেরা ক্রিকেটার শেফালি ভার্মা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।