Suryakumar Yadav: ঠাকুর সবসময় মানুষের পাশে আছে এবং আশীর্বাদ করেন (suryakumar yadav news update)। কঠিন সিরিজ় বা যে কোনও বড় প্রতিযোগিতায় নামার আগে পুজো দিতে যান ভারতীয় ক্রিকেটাররা। কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই কলকাতার কালীঘাট মন্দির, গুয়াহাটির কামাখ্যা মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে গেছেন (suryakumar yadav tirupati)।
পুরীতে সেইবার গৌতম গম্ভীরের সঙ্গে ছিলেন সূর্যকুমার যাদব। তবে এবার সূর্য নিজের স্ত্রীকে নিয়ে গেলেন তিরুপতি মন্দিরে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ঠিক তার আগেই তিরুপতির শ্রী বেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক। সঙ্গে ছিলেন সূর্যর স্ত্রী দেবিশা।
সাধারণত, বৈকুণ্ঠ একাদশীতে তিরুপতির মন্দিরে পুণ্যার্থীদের ভিড় হয়। এবার সেই সূর্যকুমার যাদবও সেই একই তিথিতে পুজো দিলেন তিরুপতি মন্দিরে। মন্দিরের বাইরে তাদের দেখে রীতিমতো ভিড় জমে যায়। কয়েকজন আবার সেলফি তুলতে যান সূর্য এবং দেবিশার সঙ্গে।
তবে ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক আসছেন শুনে গোটা মন্দির চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। পুলিশ তো ছিলই সঙ্গে স্পেশ্যাল টাস্ক ফোর্সও ছিল। তারপরেও তাঁকে ঘিরে ধরেন ক্রিকেট ফ্যানরা। তবে সূর্য বা দেবিশা কেউ তা দেখে একটুও বিরক্ত হননি। হাসিমুখেই তারা সবার সঙ্গে কথা বলেন। তারপর পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে যান সূর্যকুমার এবং দেবিশা।
কিন্তু বিশ্বকাপের আগে মন্দির দর্শনে গেলেন সূর্যকুমার। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কঠিন সিরিজ় বা যে কোনও বড় প্রতিযোগিতায় নামার আগে সাধারণত পুজো দিতে যান ভারতীয় ক্রিকেটাররা। কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই কলকাতার কালীঘাট মন্দির, গুয়াহাটির কামাখ্যা মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে গেছেন। এবার সূর্য নিজের স্ত্রীকে নিয়ে গেলেন তিরুপতি মন্দিরে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।