
IND vs WI Test: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয় (india vs west indies live)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের লাঞ্চ বিরতির পরেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মাত্র ১৬২ রানে অল-আউট হয়ে গেলেন ক্যারিবিয়ানরা (india-west indies test match)।
ভারতের হয়ে চারটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একাই গুঁড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ। এছাড়াও যশপ্রীত বুমরা ৩টি এবং কুলদীপ যাদব ২টি উইকেট পেয়েছেন। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে ১টি উইকেট।
ক্যারিবিয়ানদের হয়ে সিরবাধিক ৩২ রান করেছেন জাস্টিন গ্রিভস। অন্যদিকে, অধিনায়ক রোস্টন চেজ করেছেন ২৪ রান। ওপেনার জন ক্যাম্পবেল ৮ রানে, চন্দ্রপল ০, ব্র্যান্ডন কিংক ১৩, লেক অ্যাথানেজ ১২ এবং শাই হোপ ২৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান।
তার আগে অক্ষর প্যাটেল, দেবদত্ত পাডিক্কাল, প্রসিদ্ধ কৃষ্ণা এবং এন জগদীশনকে বাইরে রেখেই ভারত এদিন দল সাজায়। অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি দলে এসেছেন। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মতো স্পিন অলরাউন্ডাররাও দলে রয়েছেন।
কুলদীপ যাদব বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন। সেইসঙ্গে, বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। আর সেই বোলিং দাপটের জেরেই মাত্র ১৬২ রানে অল-আউট হয়ে গেলেন ক্যারিবিয়ানরা (india-west indies test match)।
ভারত: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ: ট্যাগনারাইন চন্দ্রপল, জন ক্যাম্পবেল, অ্যালেক অ্যাথানেজ, ব্র্যান্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়েরে, জোহান লেন, জেডন সিলস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।