
India A vs Australia A: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে ভারত এ পাঁচ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ৪১২ রানের বিশাল লক্ষ্যমাত্রাকে টপকে দিয়েছে টিম ইন্ডিয়া। ওপেনার কেএল রাহুলের অপরাজিত সেঞ্চুরির সৌজন্যে ভারত সহজেই টপকে যায় সেই টার্গেট।
এই ম্যাচে রাহুল ১৭৬ রানে অপরাজিত থাকেন এবং সাই সুদর্শন ১০০ রান করে আউট হয়ে যান। অধিনায়ক ধ্রুব জুরেল ৫৬ রান করে ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাহুলের সঙ্গে ১৬ রানে অপরাজিত ছিলেন নীতীশ কুমার রেড্ডি।
এই জয়ের সুবাদে, দুই ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল। কারণ, প্রথম টেস্টটি ড্র হয়েছিল। স্কোর: অস্ট্রেলিয়া এ ৪২০ ও ১৮৫, ভারত এ ১৯৪ ও ৪১২-৫।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এ ৪২০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, ভারত এ ১৯৪ রানে অলআউট হয়ে যায়। ২২৬ রানের প্রথম ইনিংসের লিড পেয়েও ভারত এ-কে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া এ। কিন্তু এবার তারা হোঁচট খায়।
১৮৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া এ। ফলে, ভারত এ-র সামনে ৪১২ রানের জয়ের লক্ষ্যমাত্রা থাকে জয়ের জন্য। যদিও তৃতীয় দিনের খেলা শেষ হয় ১৬৯-২ স্কোরলাইন নিয়ে। কারণ, লখনউতে বৃষ্টি নামে।
এরপর ৭৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া রাহুল, সুতার আউট হওয়ার পর ফের ক্রিজে ফেরেন। সাই সুদর্শনের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে রাহুল ১৩৫ বলে নিজের সেঞ্চুরিটি সম্পন্ন করেন। ৪৪ রানে অপরাজিত থাকা সাই সুদর্শন আবার লাঞ্চের ঠিক পরেই সেঞ্চুরি করেন। তব সেই সেঞ্চুরি করার পর, সুদর্শন আউট হলেও অধিনায়ক ধ্রুব জুরেল এবং রাহুল ১১৫ রানের জুটি গড়ে ভারত এ-কে জয়ের কাছাকাছি নিয়ে যান।
৬৬ বলে ৫৬ রান করে ধ্রুব জুরেল আউট হলেও, নীতীশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে রাহুল, ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ২১০ বল খেলে রাহুল মোট ১৬টি বাউন্ডারি এবং চারটি ছক্কার সাহায্যে ১৭৬ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়া এ-র হয়ে টড মারফি তিনটি উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।