এশিয়া কাপ ২০২৫: অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই

Published : Sep 26, 2025, 12:12 AM ISTUpdated : Sep 26, 2025, 12:17 AM IST
Asia Cup 2025 Final India vs Pakistan

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই হতে চলেছে। এবারের এশিয়া কাপে তৃতীয়বার এই দুই দল মুখোমুখি হচ্ছে। প্রথম দুই ম্যাচেই ভারত জয় পেয়েছে।

DID YOU KNOW ?
ভারত-পাকিস্তান লড়াই
এশিয়া কাপ ও টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ভারতীয় দল।

Pakistan vs Bangladesh: পাকিস্তানের বিরুদ্ধে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৪ রান করেই থেমে গেল বাংলাদেশ। ফলে ১১ রান জিতে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। রবিবার এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) ভারত-পাকিস্তান লড়াই। এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান লড়াই হতে চলেছে। এবারের এশিয়া কাপে তৃতীয়বার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। গ্রুপ এ-র পর সুপার ফোর পর্যায়ের ম্যাচেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। ফাইনালেও ফেভারিট হিসেবেই খেলতে নামছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তৃতীয়বার পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপ খেতাব জেতাই ভারতীয় দলের লক্ষ্য। এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত সব ম্যাচেই জয় পেয়েছে ভারত। ধারাবাহিকতা বজায় রাখতে ফাইনালেও জয় পেতে পারে ভারত।

পরপর ২ দিন হার বাংলাদেশের

বুধবার ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। ফলে বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কার্যত সেমি-ফাইনালে পরিণত হয়। এই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হল বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। একসময় মনে হচ্ছিল, পাকিস্তান হয়তো ১০০ রানও করতে পারবে না। তারা ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে ১ ও ৩ রানের মাথায় ক্যাচ দেন। কিন্তু প্রথমে নুরুল হাসান (Shaheen Afridi) এবং তারপর মাহেদি হাসান (Mahedi Hasan) ক্যাচ ফস্কান। আফ্রিদি ১৩ বলে ১৯ রান করেন। মহম্মদ হ্যারিস (Mohammad Haris) ২৩ বলে ৩১ রান করেন। মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) ১৫ বলে ২৫ রান করেন। ফাহিম আশরফ (Faheem Ashraf) ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। এর ফলেই ১০০ রান পেরিয়ে যায় পাকিস্তান। ক্যাচ ফেলা এবং ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন তাসকিন আহমেদ (Taskin Ahmed)। তিনি ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন মাহেদি। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন (Rishad Hossain)। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৩০ রান করেন শামিম হোসেন (Shamim Hossain)। কিন্তু বাকিরা কেউই সেভাবে লড়াই করতে পারলেন না। ফলে জয় পেল পাকিস্তান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা