India A vs Oman: রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, ওমানকে ৬ উইকেটে হারিয়ে জায়গা পাকা টিম ইন্ডিয়ার

Published : Nov 19, 2025, 10:16 AM IST
India A vs Oman: রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, ওমানকে ৬ উইকেটে হারিয়ে জায়গা পাকা টিম ইন্ডিয়ার

সংক্ষিপ্ত

India A vs Oman: রাইজিং স্টারস এশিয়া কাপে মঙ্গলবার, ওমানকে ৬ উইকেটে হারিয়ে ইন্ডিয়া এ ক্রিকেট সেমিফাইনালে পৌঁছে গেছে।

India A vs Oman: রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত। ওমানের বিরুদ্ধে ম্যাচে ভারত ‘এ’ দল ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে (india a vs oman)। দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে মঙ্গলবার, ওমানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যমাত্রাকে হেলায় টপকে যায় ভারত। ম্যাচের ১৭.৫ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই ১৩৮ রান তুলে নেয় টিম ইন্ডিয়া এ (india vs oman rising asia cup)। 

মাত্র ৪ উইকেট হারিয়েই ১৩৮ রান তুলে নেয় টিম ইন্ডিয়া এ

হর্ষ দুবের অপরাজিত ৫৩ রানের সুবাদে সহজ জয় পায় ভারত। সেইসঙ্গে, নমন ধীরের ১৯ বলে ৩০ রানের ইনিংসটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলে, ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। গ্রুপে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে, পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। 

ভারতের শুরুটা কিন্তু একটু নড়বড়ে ছিল। মাত্র ৩৭ রানের মাথায় ভারত দুটি উইকেট হারায়। প্রিয়াংশ আর্য ১০ রান এবং বৈভব সূর্যবংশী ১২ রান করে আউট হন। তারপরেই হাল ধরেন হর্ষ দুবে। নবম ওভারে ভারত আরেকটি উইকেট হারায়। কিন্তু দুবে এবং নেহাল ওয়াধেরার ২৪ বলে ২৩ জুটি ভারতকে জয় এনে দেয়। তারা দুজন মিলে ৬৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। ওয়াধেরা আউট হলেও অধিনায়ক জীতেশ শর্মাকে সঙ্গে নিয়ে দুবে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।

বেশ দাপটের সঙ্গে ম্যাচ জিতেই সেমিতে পৌঁছেছে ভারত

এদিকে আগে ব্যাট করে একেবারেই সুবিধা করতে পারেনি ওমান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওয়াসিম আলি। অধিনায়ক হামাদ মির্জা করেন ৩২ রান। অন্যদিকে, ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন গুর্জাপনীত সিং এবং সুয়শ শর্মা। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ভিশাক বিজয় কুমার, হর্ষ দুবে এবং নমন ধীর। 

ফলে, বোঝাই যাচ্ছে যে, বেশ দাপটের সঙ্গে ম্যাচ জিতেই সেমিতে পৌঁছেছে ভারত। দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে মঙ্গলবার, ওমানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যমাত্রাকে হেলায় টপকে যায় ভারত। ম্যাচের ১৭.৫ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই ১৩৮ রান তুলে নেয় টিম ইন্ডিয়া এ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড