ভারত বনাম নিউজিল্যান্ড: বিরাট কোহলি-শিখর ধাওয়ানের রেকর্ড ছাপিয়ে যাওয়ার মুখে শ্রেয়াস আইয়ার

Published : Jan 13, 2026, 04:28 PM IST

India vs New Zealand: বুধবার রাজকোটে (Rajkot) ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারতীয় দল। একইসঙ্গে এই ম্যাচে নতুন রেকর্ড গড়তে পারেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)।

PREV
16
বুধবার রাজকোটে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় ভারতীয় দলের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার

নতুন রেকর্ডের সামনে শ্রেয়াস আইয়ার

বুধবার রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে নতুন রেকর্ড গড়তে পারেন শ্রেয়াস আইয়ার। এই তারকা ব্যাটার বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দেওয়ার পথে। ভডোদরায় সিরিজের প্রথম ম্যাচে ৪৭ বল খেলে ৪৯ রান করেছেন শ্রেয়াস। বুধবারও ভালো ইনিংস খেলে ভারতীয় দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড গড়ার লক্ষ্যে এই তারকা ব্যাটার।

DID YOU KNOW ?
চোট সারিয়ে মাঠে শ্রেয়াস
চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শ্রেয়াস আইয়ার।
26
ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩,০০০ রান করার পথে ভারতীয় দলের সহ-অধিনায়ক

৩,০০০ রানের সামনে শ্রেয়াস

ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই ফর্ম্যাটে ৬৮ ইনিংসে ২,৯৬৬ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৭.৮৩। তিনি ওডিআই-তে পাঁচটি শতরান এবং ২৩টি অর্ধশতরান করেছেন। বুধবার ৩৪ রান করলেই ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই-তে দ্রুততম ৩,০০০ রান করার নজির গড়বেন। রাজকোটেই তিনি এই নজির গড়বেন বলে আশা করছেন অনুরাগীরা।

৩০০০
ওডিআই ফর্ম্যাটে ৩০০০ রান করার পথে শ্রেয়াস আইয়ার।
বুধবার ওডিআই ফর্ম্যাটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৩০০০ রান পূরণ করতে পারেন শ্রেয়াস আইয়ার।
36
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই শিখর ধাওয়ান, বিরাট কোহলিকে ছাপিয়ে যেতে পারেন শ্রেয়াস আইয়ার

রাজকোটেই হতে পারে নতুন রেকর্ড

ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩,০০০ রান করার রেকর্ড শিখর ধাওয়ানের দখলে। ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার ৭২ ইনিংসে ৩,০০০ রান পূরণ করেন। বিরাট কোহলি ওডিআই ফর্ম্যাটে ৭৫ ইনিংসে ৩,০০০ রান পূরণ করেন। বুধবার ৬৯-তম ইনিংসেই ৩,০০০ রান পূরণ করে ফেলতে পারেন শ্রেয়াস আইয়ার। তিনি চোট সারিয়ে মাঠে ফিরে ভালো ব্যাটিং করছেন। ফলে রাজকোটে ৩৪ রান করতেই পারেন।

46
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে একই সারিতে থাকবেন শ্রেয়াস আইয়ার?

ভিভের নজির স্পর্শ করবেন শ্রেয়াস!

বুধবার ওডিআই ফর্ম্যাটে ৬৯-তম ইনিংসেই যদি ৩,০০০ রান পূরণ করতে পারেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে একই সারিতে জায়গা করে নেবেন শ্রেয়াস আইয়ার। তাহলে তিনি ও ভিভ যুগ্মভাবে বিশ্বের চতুর্থ দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ৩,০০০ রান পূরণ করবেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা ৫৭ ইনিংসে ৩,০০০ রান পূরণ করেছেন। তিনি সবার আগে।

56
ভডোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন শ্রেয়াস আইয়ার

ভডোদরায় বিরাট-শ্রেয়াসের বড় পার্টনারশিপ

ভডোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ৭৬ বলে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় দল সেই ম্যাচে ৩০১ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। ৫০ ওভারের ম্যাচেও ৩০১ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সহজ নয়। কিন্তু সেই কাজই সহজ করে দেন বিরাট ও শ্রেয়াস। এর ফলে সহজেই জয় পেয়ে সিরিজে এগিয়ে যায় ভারতীয় দল।

66
ভারতীয় দলে ফেরার আগে বিজয় হাজারে ট্রফিতে ভালো ব্যাটিং শ্রেয়াস আইয়ারের

ঘরোয়া ক্রিকেটে খেলেছেন শ্রেয়াস

জাতীয় দলে ফেরার আগে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন শ্রেয়াস আইয়ার। হিমাচল প্রদেশের বিরুদ্ধে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ বল খেলে ৮২ রান করেন মুম্বইয়ের অধিনায়ক। এই ইনিংসের মাধ্যমে ফিটনেসের প্রমাণ দেওয়ার পরেই তিনি জাতীয় দলে ফিরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর প্রথম ইনিংসেই ভালো ব্যাটিং করলেন শ্রেয়াস।

Read more Photos on
click me!

Recommended Stories