India vs New Zealand: নতুন ইংরাজি বছরের শুরুতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। শনিবার ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)।
KNOW
India vs New Zealand ODI Series: চোট সারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেসট সিরিজ চলাকালীন ঘাড়ে চোট পান শুবমান। এই কারণে তাঁর পক্ষে ওডিআই সিরিজে খেলা সম্ভব হয়নি। এবার তিনি ওডিআই ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটালেন। শ্রেয়াস গত অক্টোবরে অস্ট্রেলিয়া (Australia) সফরে ফিল্ডিং করার সময় পাঁজরে মারাত্মক চোট পান। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। দেশে ফিরে তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) রিহ্যাবে ছিলেন। সেখান থেকে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরেই জাতীয় দলে ফিরলেন শ্রেয়াস। সিরাজও অস্ট্রেলিয়া সফরের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়নি। এই পেসার হায়দরাবাদের (Hyderabad) হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy) ও বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলেছেন। এবার তাঁকে জাতীয় দলে ডাকা হল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে আছেন- শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুল (KL Rahul) (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), মহম্মদ সিরাজ, হর্ষিত রানা (Harshit Rana), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), কুলদীপ যাদব (Kuldeep Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant) (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)।
১১ জানুয়ারি শুরু সিরিজ
১১ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ শুরু হচ্ছে। প্রথম ম্যাচ বঢোডরায় (Vadodara)। ওডিআই সিরিজের পর দুই দল পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


