India's Tour of Bangladesh: জল্পনাই সত্যি, এক বছর পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফর

Published : Jul 05, 2025, 06:38 PM ISTUpdated : Jul 05, 2025, 06:40 PM IST
India vs Bangladesh

সংক্ষিপ্ত

India's Bangladesh tour: ভারত-পাকিস্তানের (India-Pakistan) মতোই ভারত-বাংলাদেশের (India-Bangladesh) কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এই সম্পর্কের জটিলতার প্রভাব পড়ল ক্রিকেট সম্পর্কে। আপাতত বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল।

India vs Bangladesh: চলতি বছরে বাংলাদেশ সফরে (India's Tour of Bangladesh) যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিসিসিআই (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) যৌথ সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে ওডিআই (ODI), টি-২০ (T20) সিরিজ খেলার জন্য বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু এখন ঠিক হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। এখন ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক নেই। বাংলাদেশে ভারত-বিরোধিতা চরমে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিসিসিআই-কে বাংলাদেশে দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই পরামর্শ মেনেই বাংলাদেশ সফর স্থগিত করে দিল বিসিসিআই।

বিরাট-রোহিতের প্রত্যাবর্তন পিছিয়ে গেল

ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। এই সফরের আগেই টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli)। তাঁরা আগেই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। ফলে এই দুই তারকা ক্রিকেটার এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলবেন। ভারতীয় দল বাংলাদেশ সফরে গেলে তাঁরা ফের জাতীয় দলের হয়ে খেলতেন। কিন্তু এই সফর পিছিয়ে যাওয়ায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না রোহিত-বিরাট।

কূটনৈতিক জটিলতার কথা মানতে নারাজ বিসিসিআই

১৭ অগাস্ট ভারত-বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার কথা ছিল। এই সফরে তিনটি করে ওডিআই, টি-২০ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। এই সফর স্থগিত করার বিষয়ে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সূচি এবং দুই দলের দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতীয় দলকে স্বাগত জানাতে তৈরি। পরবর্তীকালে এই সফরের সূচি ও সংশোধিত তারিখ জানিয়ে দেওয়া হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম