India vs Australia T20: ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে (India vs Australia 1st T20)। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত হবে। একদিনের সিরিজে পরাজয় ভারতের জন্য একটি বড় ধাক্কা। তাই টি-২০ সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ভারত সেই হারের প্রতিশোধ নিতে চাইবে অবশ্যই (india vs australia t20 series)।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে, ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য দল তৈরির ক্ষেত্রেও এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রিকেটমহল। এই সিরিজে পরাজিত হলে, অধিনায়ক সূর্যকুমার যাদবের অধিনায়কত্বও প্রশ্নের মুখে পড়বে।
এখনও পর্যন্ত, ২২টি টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে ক্যানবেরায়। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে, প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৫.৫ রান। তবে বিগ ব্যাশ লিগে গড় স্কোর ছিল ১৮০। দক্ষিণ আফ্রিকার মহিলা দলের করা ১৯৫ রান এই মাঠের সর্বোচ্চ স্কোর।এমনিতেই পরিসংখ্যান বলছে, ক্যানবেরার পিচ ব্যাটারদের জন্য অনেক বেশি সহায়ক। মানুকা ওভালের পিচ একটি চমৎকার ব্যাটিং উইকেট হিসেবে পরিচিত।
ভারত এখনও পর্যন্ত, মানুকা ওভালে মোট চারটি ম্যাচ খেলেছে। যার মধ্যে তিনটি ছিল একদিনের ম্যাচ। এই চারটি ম্যাচের মধ্যে ভারত দুটিতে জিতেছে এবং দুটিতে হেরেছে। প্রসঙ্গত, এই মাঠে খেলা মোট ২২টি ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল ১০টি এবং পরে ব্যাট করা দল ৯টি ম্যাচে জয়লাভ করেছে।
ভারতীয় সময় দুপুর ১.৪৫ মিনিটে ক্যানবেরার মানুকা ওভালে ম্যাচটি শুরু হবে।
ভারতে ম্যাচ দেখার উপায়
স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে ভারতে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী/কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা/আর্শদীপ সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।