চলতি অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কোনও ম্যাচেই তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে সিডনি টেস্টের আগে রোহিতের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে।
ক্রমাগত ব্যর্থতার জেরে কি সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাবেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা? শুক্রবার ম্যাচ শুরু হওয়ার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে এই জল্পনা উস্কে দিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সাধারণত ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে প্রধান কোচ ও অধিনায়ক আসেন। কিন্তু বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিক বৈঠকে একা গম্ভীরকেই দেখা যায়। তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি সিডনিতে খেলবেন না বলেই সাংবাদিক বৈঠকে গরহাজির রোহিত? সরাসরি এই প্রশ্নের জবাব দেননি গম্ভীর। তবে তিনি একবারও বলেননি, রোহিতের দলে থাকা নিশ্চিত। ভারতের প্রধান কোচ বলেছেন, ‘রোহিতের কোনও সমস্যা হয়নি। ওর সব ঠিকই আছে। ম্যাচের আগের দিন অধিনায়ক সাংবাদিক বৈঠকে আসবে, এটা প্রথা বা ঐতিহ্য বলে আমি মনে করি না। প্রধান কোচ এখানে আছে। আমার মনে হয় সেটাই যথেষ্ট। এতেই সবার সন্তুষ্ট থাকা উচিত।’ কিন্তু রোহিত কি সিডনিতে ভারতের একাদশে থাকবেন? এই প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, ‘আমরা আগামীকাল উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব। আগামীকাল সকালে একাদশ ঘোষণা করা হবে।’ গম্ভীরের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সাধারণভাবে অধিনায়ক ফিট থাকলে এবং দলের সঙ্গে থাকলে তাঁর খেলা নিয়ে সংশয় থাকে না। কিন্তু সিডনি টেস্ট শুরু হওয়ার আগের দিন গম্ভীর জোর দিয়ে বলতে পারলেন না, রোহিত খেলবেন। ফলে ভারতের অধিনায়ককে নিয়ে যে দলে সমস্যা আছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
রোহিতের পরিবর্তে দলে শুবমান?
বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিক বৈঠকের পরেই ভারতীয় দলের অনুশীলনে চলে যান গম্ভীর। অনুশীলনেও রোহিতের বাদ পড়ার ইঙ্গিত স্পষ্ট। ভারতীয় ক্রিকেটাররা যখন ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করছিলেন, তখন স্লিপে রোহিতকে দেখা যায়নি। প্রথম স্লিপে ছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় স্লিপে দেখা যায় কে এল রাহুলকে। তৃতীয় স্লিপে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। উইকেটকিপার হিসেবে ছিলেন ঋষভ পন্থ। গালিতে ছিলেন যশস্বী জয়সোয়াল। ভারতীয় শিবির সূত্রে জানা গিয়েছে, রোহিত বাদ পড়লে তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন শুবমান গিল। সেক্ষেত্রে ব্যাটিং ওপেন করবেন রাহুল-যশস্বী। তিন নম্বরে ব্যাটিং করবেন শুবমান। চার নম্বরে ব্যাটিং করতে নামবেন বিরাট। পাঁচ নম্বরে ব্যাটিং করবেন ঋষভ। পারথে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পায় ভারতীয় দল। চলতি সিরিজে আর কোনও ম্যাচে জয় পায়নি ভারত। সিডনিতে রোহিত বাদ পড়লে নেতৃত্বে ফিরবেন বুমরা। তিনি এই সিরিজে ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই পেসার। তিনি পারথে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। ফলে সিডনিতে বুমরার নেতৃত্বে জয় পেয়ে সিরিজে সমতা ফেরানোর আশায় ভারতীয় শিবির।
সিডনিতে খেলছেন না আকাশ দীপ
সিডনি টেস্টে রোহিতের খেলা নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেও, আকাশ দীপ যে খেলতে পারবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর। তিনি জানিয়েছেন, পিঠে ব্যথার জন্য খেলতে পারবেন না আকাশ দীপ। তবে এই পেসারের পরিবর্তে কে খেলবেন, সে বিষয়ে কিছু জানাননি গম্ভীর। বুমরা ও মহম্মদ সিরাজের দলে থাকা নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে খেলার সুযোগ পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ বা হর্ষিত রানা। মেলবোর্ন টেস্টে বোলিং ওপেন করেননি সিরাজ। তিনি পরে বোলিং করতে গিয়ে ভালো পারফরম্যান্স দেখান। সিডনিতেও সিরাজকে একই ভূমিকায় দেখা যেতে পারে। সিডনির উইকেট থেকে স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। ফলে ভারতীয় দলে জোড়া স্পিনার রাখা হতে পারে।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারত
মেলবোর্নে হেরে চলতি সিরিজে ১-২ পিছিয়ে ভারতীয় দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের আশা কম। তবে সিরিজের শেষ ম্যাচে লড়াই করে সমতা ফেরানোই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'টেস্ট দলে বদলের প্রক্রিয়া চলছে,' বিরাট-রোহিতের অবসরের জল্পনা উস্কে দিলেন গম্ভীর
সিডনি টেস্টেও খেলায় বিঘ্ন ঘটাবে বৃষ্টি! সিরিজে সমতা ফেরানোর সুযোগ পাবে ভারত?
কেড়ে নেওয়া হয়েছে ফোন, রক্ষণাবেক্ষণের খরচ দিতে না পারায় বাড়ি ছেড়ে পথে বসতে হবে কাম্বলিকে!