সংক্ষিপ্ত

শুক্রবার সিডনিতে কি কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি, রোহিত শর্মা? তেমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

এবারের অস্ট্রেলিয়া সফর ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাছে বিরাট পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। অপর এক সিনিয়র ব্যাটার বিরাট কোহলি শতরান পেলেও, ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই পরিস্থিতিতে সিডনি টেস্টের পরেই কি বিরাট ও রোহিতকে ভারতের টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হবে? তাঁরা কি টি-২০ ফর্ম্যাটের পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিতে বাধ্য হবেন? বিশেষ করে রোহিতকে নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার শুরু হচ্ছে সিডনি টেস্ট। তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শুধু ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের আসা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। অবধারিতভাবে বিরাট-রোহিতের ফর্ম এবং তাঁদের অবসরের জল্পনা নিয়ে গম্ভীরকে প্রশ্ন করলেন সাংবাদিকরা। গম্ভীরের জবাবও অত্যন্ত ইঙ্গিতবাহী। তিনি বললেন, ‘দেখুন, আমি আপনাদের একটা কথা বলি। আমার মনে হয়, যতদিন সৎ ব্যক্তিরা ড্রেসিংরুমে বসে আছে, ততদিন ভারতীয় ক্রিকেট সুরক্ষিত হাতে থাকবে। যে কোনও বদলের প্রক্রিয়ায় সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া বা তরুণদের দলে আনার বিষয় নয়। একমাত্র পারফরম্যান্সই যে কাউকে ড্রেসিংরুমে রাখতে পারে।’

সিডনি টেস্টের পরেই রোহিত-বিরাটের অবসর?

চলতি সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এবার রোহিত-বিরাটের অবসর নিয়েও ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে। অধিনায়ক রোহিত সিডনি টেস্টের দল থেকে বাদ পড়তে পারেন বলেও শোনা যাচ্ছে। এ বিষয়ে অবশ্য সাংবাদিক বৈঠকে সরাসরি কোনও মন্তব্য করেননি গম্ভীর। তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্রধান কোচ নিশ্চিতভাবে বলতে পারছেন না অধিনায়ক দলে থাকবেন কি না। এটাই প্রমাণ করে দিচ্ছে, ভারতের টেস্ট দল বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। সিডনি টেস্টের পর দেশে ফিরে হয়তো বড় কোনও ঘোষণা করতে পারেন বিরাট-রোহিত। আবার অস্ট্রেলিয়ার মাটিতেই তাঁরা অবসরের কথা ঘোষণা করে দিতে পারেন।

দলে বদলের স্পষ্ট ইঙ্গিত গম্ভীরের

ভারতীয় ক্রিকেটের অনেক তারকারই কেরিয়ার শেষ হয়ে যাওয়ার সাক্ষী গম্ভীর। তিনি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিংয়ের মতো তারকাকে অবসর নিতে দেখেছেন। এবার প্রধান কোচ হিসেবে বদলের সাক্ষী থাকতে চলেছেন গম্ভীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যে কোনও বদলের সময় সবারই দায়িত্ব থাকে। এই দায়িত্ব শুধু সাপোর্ট স্টাফদেরই নয়, আপনাদেরও দায়িত্ব আছে। ওদের শুধু সমালোচনা করলেই হবে না, আলিঙ্গনও করতে হবে। বদল শুধু আমাদের জন্যই হয় না, সারা দেশের জন্য হয়। এখন ভারতীয় ক্রিকেটে অত্যন্ত আকর্ষণীয় সময়। আমি অনুভব করি, অতীতে যখন বদল হয়েছে, তখন একটা বিভাগ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু এখন যদি আপনারা বদল দেখেন, তাহলে দেখবেন দুই বিভাগেই বদল হচ্ছে। বদল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখবেন, কয়েকজন তরুণ ফাস্ট বোলার দলে এসেছে। কয়েকজন তরুণ ব্যাটার প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এসেছে। ওরা খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। যশস্বী জয়সোয়াল, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দরকে দেখুন। দ্বিতীয়বার অস্ট্রেলিয়া সফরে এসেছে ওয়াশিংটন। আকাশ দীপ খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমরা এই সিরিজে কীভাবে ভালো খেলতে পারি, সে বিষয়েই কথা হয়েছে।’

সিনিয়র ক্রিকেটাররা বাদ পড়ছেন

গম্ভীর বলছেন সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলার বিষয় নয়। কিন্তু ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া হচ্ছে। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানের মতো সিনিয়র ব্যাটারদের আর টেস্ট দলে সুযোগ দেওয়া হচ্ছে না। সরফরাজ খান, ধ্রুব জুরেলের মতো তরুণ ব্যাটাররা সুযোগ পাচ্ছেন। অভিজ্ঞ পেসার মহম্মদ শামির পক্ষেও জাতীয় দলে ফেরা কঠিন। অবসর ঘোষণা করে দিলেন অশ্বিন। গত এক বছরে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, আকাশ দীপের মতো তরুণ পেসারদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। ফলে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই বদল হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সিডনি টেস্টেও খেলায় বিঘ্ন ঘটাবে বৃষ্টি! সিরিজে সমতা ফেরানোর সুযোগ পাবে ভারত?

কেড়ে নেওয়া হয়েছে ফোন, রক্ষণাবেক্ষণের খরচ দিতে না পারায় বাড়ি ছেড়ে পথে বসতে হবে কাম্বলিকে!

মেলবোর্নে দর্শকদের কটূক্তি, গ্যালারির দিকে এগিয়ে গেলেন বিরাট কোহলি, তারপর? ভাইরাল ভিডিও