'রোহিতের অসাধারণ নেতৃত্ব,' দলীয় মুখপাত্রর বিতর্কিত মন্তব্য আড়াল করতে আসরে রাহুল গান্ধী

Published : Mar 05, 2025, 12:28 AM ISTUpdated : Mar 05, 2025, 12:40 AM IST
india win

সংক্ষিপ্ত

ভারতীয় দল চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। এরই মধ্যে রোহিত শর্মাকে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

দলীয় মুখপাত্র শামা মহম্মদ যেখানে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সমালোচনা করছেন, সেখানে রোহিত ও ভারতীয় দলের প্রশংসা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল চার উইকেটে জয় পাওয়ার পর 'এক্স' হ্যান্ডলে রাহুল পোস্ট করেছেন, ‘টিম ইন্ডিয়া আরও একটি দুর্দান্ত জয় পেল। রোহিতের দুর্দান্ত নেতৃত্ব, বিরাটের সহজাত দক্ষতার মাধ্যমে ভারতীয় দল সত্যিকারের দক্ষতা, দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা ও টিমওয়ার্কের পরিচয় দিয়েছে। এই অবিশ্বাস্য সাফল্য অর্জনে সারা দেশ গর্বিত। গৌরব অর্জন একধাপ দূরে। দেশে ট্রফি নিয়ে এসো।’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করেন বিরাট কোহলি। তিনি ৯৮ বলে ৮৪ রান করেন। শ্রেয়াস আইয়ার ৪৫ রান করেন। ৪২ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল। অক্ষর প্যাটেল করেন ২৭ রান। হার্দিক পান্ডিয়া করেন ২৮ রান। রোহিতও ২৮ রান করেন। ভারতের বোলারদের মধ্যে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। ৪০ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল।

 

 

১২ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্যে ভারত

২০১৩ সালে প্রথমবার এককভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারতীয় দল। তার আগে ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এবার তৃতীয় খেতাব জয়ের লক্ষ্যে ভারত। রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন রোহিত-বিরাটরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ ODI: তৃতীয় একদিনের ম্যাচ থেকে বাদ যেতে পারেন এই অলরাউন্ডার? ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
India Bangladesh Cricket: ভারতে খেলতে না এলে কোন দেশের ক্ষতি সবথেকে বেশি! ইন্ডিয়া নাকি বাংলাদেশ?