India vs Australia Series 2025: বিরাট-রোহিতের দাপটে সিডনিতে চূর্ণ-বিচূর্ণ অস্ট্রেলিয়া, মুগ্ধ ক্রিকেটপ্রেমী জনতা

Published : Oct 25, 2025, 03:43 PM ISTUpdated : Oct 25, 2025, 03:51 PM IST
India vs Australia Series 2025

সংক্ষিপ্ত

India vs Australia Series 2025: সিডনিতে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচে শনিবার, মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া (india vs australia odi series)।

India vs Australia Series 2025: দুরন্ত জয় এবং তারকাদের প্রত্যাবর্তন। সিডনিতে অনবদ্য প্রত্যাবর্তন বিরাট কোহলি এবং রোহিত শর্মার। ৯ উইকেটে জয় টিম ইন্ডিয়ার। অসাধারণ শতরান করলেন রোহিত এবং দুর্দান্ত অর্ধশতক কোহলির (ind vs aus 3rd odi 2025)।

বিধ্বংসী ব্যাটিং রোহিত-কোহলি জুটির 

সিডনিতে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচে শনিবার, মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া (india vs australia odi series)। সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে শুরু থেকেই নড়বড়ে ছিল তাদের ইনিংস। অধিনায়ক মিচেল মার্শ করেন ৪১ রান, ট্র্যাভিস হেডের সংগ্রহে ২৯ রান এবং ম্যাথু শর্টের ঝুলিতে ৩০ রান। অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে, অস্ট্রেলিয়ার ওপেনিং এবং মিডল অর্ডার খুব একটা সুবিধা করতে পারেননি।

এরপর নামা ম্যাট রেনশ কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৫৬ রান এবং অ্যালেক্স ক্যারে করেন ২৪ রান। অন্যদিকে, কুপার কনলি করেন ২৩ রান, মিচেল ওয়েন ১, মিচেল স্টার্ক ২ এবং নাথান এলিসের সংগ্রহে ১৬ রান।

অ্যাডাম জাম্পা ২ রানে অপরাজিত ছিলেন এবং জশ হ্যাজেলউড খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ৪৬ ওভারে, ২৩৬ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ভারত জয়ী ৯ উইকেটে

নিঃসন্দেহে এই ম্যাচে ভারতের বোলিং দাপটের কথা বলতেই হয়। দুরন্ত বোলিং করেন হর্ষিত রানা। তিনি একাই নেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমেই দাপট শুরু রোহিত-কোহলি জুটির। যেন উপযুক্ত জবাব দিলেন সমালোচকদের। বুঝিয়ে দিলেন, তারা ফুরিয়ে যাননি। এককথায় দুর্দান্ত ব্যাটিং এবং ভারতকে জিতিয়ে মাঠ ছাড়া। ১২১ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন রোহিত এবং শেষপর্যন্ত, অপরাজিত ছিলেন। 

অন্যদিকে, বিরাট উপহার দিলেন ৭৪ রানের ঝকঝকে ইনিংস। তিনিও অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অধিনায়ক শুভমান গিলের সংগ্রহে ২৪ রান। ভারত জয়ী ৯ উইকেটে। ম্যাচের সেরা রোহিত শর্মা এবং প্রতিযোগিতার সেরাও তিনি।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম