
India vs Australia World Cup: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে বৃহস্পতিবার, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত (au-w vs indw)। আর তার সঙ্গেই বেশ কয়েকটি রেকর্ডও তৈরি করে ফেলেছে তারা। মহিলা এবং পুরুষদের একদিনের বিশ্বকাপের নক-আউট পর্বের ম্যাচে, এই প্রথম কোনও দল ৩০০-র বেশি রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় ছিনিয়ে নিল (women world cup final 2025)।
তাছাড়া মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে কোনও দলের পক্ষে রান তাড়া করে জেতা সর্বোচ্চ স্কোরের রেকর্ডও ভারত নিজেদের নামের পাশে লিখিয়ে নিয়েছে। চলতি বিশ্বকাপে, গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৩৩১ রান তাড়া করে জেতে। যা ছিল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়া করে জয়। কিন্তু বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৮ রান টপকে ভারত সেই রেকর্ড নতুন করে লিখেছে।
কার্যত, ইতিহাস তৈরি করে ফেলেছে তারা। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে, এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দখলে। দুই দল মিলে গতকাল মোট ৬৭৯ রান তুলেছে। এটি মহিলাদের একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
তৃতীয় উইকেটে ১৬৭ রানের জুটি গড়ে জেমিমা রড্রিগেজ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা জুটির রেকর্ড তৈরি করেছেন। সবথেকে বড় বিষয়, সেঞ্চুরি করে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন জেমিমা রড্রিগেজ।
ইংল্যান্ডের ন্যাট স্কাইভার-ব্রান্ট এই কৃতিত্ব অর্জনকারী প্রথম খেলোয়াড়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মহিলাদের একদিনের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে ছাড়া কোনও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।