কানপুরে স্থানীয় দর্শকরা মারধর করেছেন, অভিযোগ 'টাইগার রবি'-র, ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তি, দাবি পুলিশের

Published : Sep 27, 2024, 05:58 PM ISTUpdated : Sep 27, 2024, 06:26 PM IST
Tiger Robi

সংক্ষিপ্ত

শুক্রবার কানপুরে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিন আবহাওয়ার জন্য খেলা বিঘ্নিত হয়েছে। তবে মাঠের পরিবেশ শান্ত থাকলেও, মাঠের বাইরে উত্তেজনা তৈরি হয়েছে।

কানপুরে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন 'আক্রান্ত' বাংলাদেশের পরিচিত সমর্থক টাইগার রবি। তাঁর অভিযোগ, স্থানীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে মারধর করেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন রবি। কানপুর পুলিশ অবশ্য রবিকে মারধর করার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, ডিহাইড্রেশনের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন রবি। ভারতের ক্রিকেটপ্রেমীরা অবশ্য সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ‘চেন্নাইয়ে প্রকাশ্যে টাইগার রবি চিৎকার করে বলছিল, ভারত আমাদের শত্রু, আইসিসি ও বিসিসিআই এক। কানপুরে ও মহম্মদ সিরাজকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। কানপুরের দর্শকরা এসব সহ্য করেননি। টাইগার রবি যে ভাষা বোঝে, সেই ভাষাতেই ওকে জবাব দেওয়া হয়েছে। এখন সারা বাংলাদেশ বরাবরের মতোই আক্রমণের শিকার বলে দাবি করছে।’

শুক্রবার সকালে ঠিক কী হয়েছিল?

সারা গায়ে রং মেখে বাঘের মতোই সেজে বাংলাদেশের সব ম্যাচে গ্যালারিতে থাকেন টাইগার রবি। চিপকের পর গ্রিন পার্কেও শাকিব আল-হাসানদের হয়ে গলা ফাটাতে পৌঁছে গিয়েছেন এই সমর্থক। শুক্রবার সকালে গ্রিন পার্কের গ্যালারিতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে লাফাতে দেখা যায় রবিকে। কিন্তু হঠাৎ দেখা যায়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা ধরাধরি করে বাংলাদেশের এই সমর্থককে হাসপাতালে নিয়ে যান। রবির দাবি, তাঁকে মারধর করা হয়েছে। যদিও পুলিশের দাবি, এরকম কিছু ঘটেনি। বাংলাদেশের এই সমর্থককে শুধুই গালিগালাজ করা হয়েছে না মারধরও করা হয়েছে তা স্পষ্ট নয়।

বাংলাদেশে নতুন করে ভারত-বিরোধী প্রচার

২০১১ সালে ওডিআই বিশ্বকাপের সময় বাংলাদেশে ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত হন সচিন তেন্ডুলকরের সবচেয়ে বড় ভক্ত সুধীর কুমার গৌতম। সেই ঘটনা অস্বীকার করতে পারেনি বাংলাদেশ। ১৩ বছর পর এবার টাইগার রবির আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত-বিরোধী প্রচার বেড়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা, আবহাওয়ার সুবিধা নিতে ব্যর্থ ভারত

পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?

আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?