কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা, আবহাওয়ার সুবিধা নিতে ব্যর্থ ভারত

কানপুর টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে থাকতেই অশনি সঙ্কেত দিয়েছিল আবহাওয়া। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে খেলা শুরু হলেও, নির্বিঘ্নে খেলা হল না। 

Soumya Gangully | Published : Sep 27, 2024 9:49 AM IST / Updated: Sep 27 2024, 04:05 PM IST

কানপুরের গ্রিন পার্কে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭। ৪০ রান করে অপরাজিত মোমিনুল হক। ৬ রান করে অপরাজিত মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৩১ রান। ওপেনার শাদমান ইসলাম করেন ২৪ রান। অপর ওপেনার জাকির হাসান (০) অবশ্য রান পাননি। ভারতীয় দলের হয়ে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন আকাশ দীপ। ২২ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিন যদি নির্ধারিত সময়ে খেলা শুরু হয়, তাহলে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অলআউট করে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

আবহাওয়ার সুবিধা নিতে ব্যর্থ ভারতের বোলাররা

Latest Videos

শুক্রবার সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা। টসের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, তিনি দলের তিনজন সিমারের উপর ভরসা করছেন। সিমাররা আবহাওয়ার সুবিধা নিতে পারবেন বলে আশা করছে দল। কিন্তু রোহিতের আশা পূর্ণ হল না। শুরুতে আশা জাগিয়েছিলেন আকাশ দীপ। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলা আকাশ দীপ প্রথমে জাকির এবং পরে শাদমানকে আউট করে দেন। ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই অবস্থা থেকে মোমিনুল ও শান্তর পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ উইকেট পেলেন না। সিমারদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় ছিল দল।

শনিবারও বৃষ্টির পূর্বাভাস

কানপুর টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে শনিবারও খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। এই ম্যাচ ড্র হলেও অবশ্য সিরিজ জিতবে ভারত। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাড়ানোর জন্য জিততে চায় ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?

আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব

খুনের মামলায় গ্রেফতারির আশঙ্কা, ভারত সফরের পর দেশে ফিরবেন শাকিব আল-হাসান?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বাংলায় এবার শুধু চাকরিই চাকরি' দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee
'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি পেলাম' মন্তব্য অনুব্রত মণ্ডলের
পুজোর মুখে মাথায় হাত কৃষকদের! ভারী নিম্নচাপে জলমগ্ন কৃষি জমি, আসেনি সরকারের সাহায্য | Ranaghat News