চিপকে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আবহাওয়া নিয়ে কোনও সমস্যা হয়নি। তবে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতের গ্রিন পার্কে এসে দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই আবহাওয়া নিয়ে সমস্যায় পড়ল দুই দল।
কানপুর টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চিপকে প্রথম টেস্ট ম্যাচে যাঁরা ভারতীয় দলের হয়ে খেলেছিলেন, তাঁরাই গ্রিন পার্কে খেলছেন। ভারতীয় দলে কোনও বদল করা হল না। ফলে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলেন না স্পিনার কুলদীপ যাদব। গ্রিন পার্কের মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সিমারদের উপর ভরসা করছেন রোহিত। ভারতীয় দলে আছেন- যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। চিপকে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ বোলিং করেন বুমরা। গ্রিন পার্কে তাঁর কাছ থেকে একইরকম পারফরম্যান্সের আশায় ভারতীয় দল। সিরাজ, আকাশ দীপও বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামাতে তৈরি।
বাংলাদেশকে দ্রুত অলআউট করার লক্ষ্যে ভারত
টসে জিতে রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। পিচ দেখে একটু নরম মনে হচ্ছে। তাই আমাদের দ্রুত পিচের এই অবস্থার সুযোগ নিতে হবে। আমরা চাই আমাদের তিন সিমারই পিচ কাজে লাগাক। প্রথম ম্যাচে আমাদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। তবে আমরা রান করার উপায় খুঁজে বের করেছিলাম। তারপর বোলাররা নিজেদের কাজ করেছে। আমার মনে হয় এখানেও বাংলাদেশ লড়াই করবে। আমাদের কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। তবে আমাদের ম্যাচে ফিরে আসার অভিজ্ঞতা আছে।’
বাংলাদেশ দলে জোড়া পরিবর্তন
গ্রিন পার্কে বাংলাদেশের হয়ে খেলছেন না নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তাঁদের পরিবর্তে দলে এসেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। বাংলাদেশের পুরো দল- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল-হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহিদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?
আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব
টেস্টে প্রত্যাবর্তনেই শতরান, আইসিসি র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ঋষভ পন্থ