প্রথমে ব্যাটিং করা বাংলাদেশকে বড় রান করতে দেয়নি ভারতীয় বোলাররা। আগুন ঝরা বোলিং করেন আর্শদীপ সিংরা। যার ফলে ১২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন। ভারতের হয়ে অর্শদীপ, বরুণ চক্রবর্তী ৩ উইকেট করে নেন। হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ময়াঙ্ক যাদব বিশ্ব ক্রিকেটে পা রেখেই তুফান তুলেছেন। আইপিএলে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করা এই বোলার গোয়ালিয়রেও একই তেজ দেখিয়েছেন। তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম ওভারেই মেডেন।