শাকিব আল-হাসান না খেললেও ভারতকে হারাতে পারে বাংলাদেশ, আশাবাদী তাওহিদ হৃদয়

টেস্ট সিরিজে বাংলাদেশকে দুরমুশ করেছে ভারতীয় দল। এবার টি-২০ সিরিজেও ভারতই জিতবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে বাংলাদেশ দলের দাবি, তারা এই সিরিজ জিততে পারে।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সেরা অলরাউন্ডার শাকিব আল-হাসান খেলার পরেও টেস্ট সিরিজে দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত। টেস্ট সিরিজ চলাকালীন টি-২০ ও টেস্ট ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শাকিব। ফলে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন না এই অলরাউন্ডার। এতে বাংলাদেশষ দলের শক্তি কমে গিয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের দাবি, তাঁরা ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিততে পারেন। রবিবার গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। তার আগে হৃদয় বলেছেন, ‘আমাদের উপর সবসময়ই চাপ থাকে। কিন্তু আমরা যদি সেটা নিয়ে ভাবতে থাকি, তাহলে ভালো পারফর্ম করত পারব না। আমরা সবসময় ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করি। দলের জন্য ভালো খেলাই আমাদের লক্ষ্য। শাকিব ভাই এই সিরিজে নেই। আমরা তাঁর অভাব অনুভব করব। কিন্তু একদিন সবাইকেই যেতে হয়। আমরা আশাবাদী, ভারতকে হারাতে পারব।’

পিচ নিয়ে চিন্তায় বাংলাদেশ

Latest Videos

গোয়ালিয়রে এর আগে কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। এই কারণে এখানকার পিচ ও পরিবেশ-পরিস্থিতি নিয়ে চিন্তায় বাংলাদেশ দল। হৃদয় বলেছেন, ‘টি-২০ ম্যাচে বড় রান হয়। সব দলই রান করতে চায়। কিন্তু এখানে কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এই মাঠে নতুন করে ম্যাচ হচ্ছে। পরিবেশ-পরিস্থিতি কেমন আমরা জানি না। অনুশীলনের উইকেট দেখে মন্থর বলে মনে হয়েছে। এই ধরনের উইকেটে বড় রান সাধারণত হয় না। এখানে আইপিএল-এর কোনও ম্যাচও হয়নি।’

লজ্জা এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ

কানপুর টেস্ট ম্যাচে সাকুল্যে আড়াই দিনও খেলা হয়নি। তার মধ্যেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। টি-২০ সিরিজে সেই হারের লজ্জা এড়ানোই বাংলাদেশ দলের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিবম দুবে, পরিবর্ত তিলক ভার্মা

চাপের মুখে তনুশ কোটিয়ানের অপরাজিত শতরান, ২৭ বছর পর ইরানি কাপ জয় মুম্বইয়ের

ভারত-বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিয়র বনধের ডাক, শান্তি বজায় রাখতে কড়া ব্যবস্থা পুলিশের

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today