IND vs BAN: চেন্নাইতে চলছে জোরকদমে অনুশীলন, বাংলাদেশ বধের ছক কষছেন রোহিতরা

লক্ষ্য এখন শুধুই বাংলাদেশ। চেন্নাইতে তাই দুই রকমের উইকেট তৈরি রাখা হচ্ছে।

Subhankar Das | Published : Sep 17, 2024 2:47 PM IST

লক্ষ্য এখন শুধুই বাংলাদেশ। চেন্নাইতে তাই দুই রকমের উইকেট তৈরি রাখা হচ্ছে।

একটায় থাকবে ঘাস। আর একটা একটু শুকনো। অর্থাৎ বল কিন্তু ঘুরবে। ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট এখনও ঠিক করে উঠতে পারেনি যে, কোন পিচে খেলা হবে। যা দেখে কারও কারও ধারণা, এখন থেকেই হয়ত গৌতম গম্ভীরদের মাথায় অস্ট্রেলিয়া সফরের কথা ঘুরপাক খাচ্ছে।

Latest Videos

তবে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ টিম ইন্ডিয়ার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত শর্মারা (Rohit Sharma) চাইছেন যত বেশি ম‌্যাচ জিতে রাখতে। তাহলে লিগ টেবিলের শীর্ষে থাকা যাবে।

ইতিমধ্যেই চেন্নাইতে (Chennai) ক‌্যাম্প শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিরাট কোহলি সরাসরি লন্ডন থেকে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতিও চলছে জোরকদমে। ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) টেস্টের আগে এখনও আরও ২দিন সময় আছে। তবে যা শোনা যাচ্ছে, তাতে তিন স্পিনার নিয়েই খেলতে নামতে পারে ভারত।

সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে তিন নম্বর স্পিনার হিসেবে খেলতে পারেন কুলদীপ যাদব। ঋষভ পন্থের টেস্ট দলে প্রত‌্যাবর্তন প্রায় নিশ্চিত হয়ে গেছে। গত ৭-৮ বছরে বাংলাদেশ দুবার ভারত সফরে এসেছে। আর দুবারই লজ্জাজনকভাবে হেরে দেশে ফিরে গেছে তারা। তবে এবার পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। পাকিস্তানের মাটিতে গিয়ে বাবর আজমদের টেস্ট সিরিজে হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। তাই এবার তাদের টিম লড়াই করবে। প্রতিপক্ষ নিয়ে ভারতও বেশ সমীহই করছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল রবিবারই চেন্নাই পৌঁছে গেছে। এদিন তারা প্র্যাকটিসেও নেমে পড়েছে। বাংলাদেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানিয়েছেন, “অবশ‌্যই খুব চ‌্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে এটি। তবে পাকিস্তানকে হারিয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

এবার বড় 'অ্যাকশন!' 'কালীঘাট অভিযান' নিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর! যা বলেদিলেন | Suvendu Adhikari |
'বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী, মুখের কথায় নয়, আগে করে দেখান' সাফ কথা জুনিয়র ডাক্তারদের | RG Kar Protest
'এবার ওকে উপড়ে ফেলবো! ১৯ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলবো' চরম পদক্ষেপ Suvendu Adhikari-র
ফের ইডি হানা! তল্লাশি চালানো হল হুগলির শ্রীরামপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে | ED Raid
BJP Live: আর জি কের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি