৪০ বলে শতরান সঞ্জুর, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারত ২৯৭/৬

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর টি-২০ সিরিজেও সহজ জয় পেয়েছে ভারতীয় দল। শনিবার তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচেও বাংলাদেশকে দুরমুশ করল ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের সবচেয়ে বড় প্রাপ্তি সঞ্জু স্যামসনের অসাধারণ পারফরম্যান্স। এই সিরিজে কেরলের উইকেটকিপার-ব্যাটারকে ওপেনার হিসেবে ব্যবহার করলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই কৌশল কাজে লাগল। শনিবার তৃতীয় টি-২০ ম্যাচেও অসাধারণ ব্যাটিং করলেন সঞ্জু। এদিন তিনি ৪৭ বলে ১১১ রানের অসামান্য ইনিংস খেললেন। ৪০ বলে শতরান পূর্ণ করেন সঞ্জু। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। ১০ নম্বর ওভারে রিশাদ হোসেনের বলে পরপর পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন সঞ্জু। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে প্রথম শতরান করলেন। সঞ্জুর পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করলেন সূর্যকুমারও। তিনি ৩৫ বলে ৭৫ রান করেন। ভারতের অধিনায়কের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। সঞ্জু ও সূর্যকুমার যখন ব্যাটিং করছিলেন, সেই সময় মনে হচ্ছিল ভারতীয় দল ৩০০ রান করতে পারে। তবে অল্পের জন্য সেটা হল না।

ফের ঝোড়ো ব্যাটিং হার্দিকের

Latest Videos

ভারতের ওপেনার অভিষেক শর্মা ছাড়া বাকি সব ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখালেন। ৪ বলে ৪ রান করে তানজিম হাসান সাকিবের বলে মেহিদি হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফিরে যান অভিষেক। হার্দিক ফের ঝোড়ো ব্যাটিং করলেন। এই তারকা অলরাউন্ডার ১৮ বলে ৪৭ রান করেন। ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। রিয়ান পরাগও ঝোড়ো ব্যাটিং করলেন। তিনি ১৩ বলে ৩৪ রান করেন। ১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন পরাগ। রিঙ্কু সিং ৮ রান করে অপরাজিত থাকেন। ওয়াশিংটন সুন্দর ১ রান করে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ২৯৭ রান করল ভারতীয় দল।

সিরিজ ৩-০ হওয়া সময়ের অপেক্ষা

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ জয় পেয়েছে ভারত। এবার টি-২০ সিরিজের ফল হতে চলেছে ৩-০। মাঠের বাইরে বাঘের মতো হুঙ্কার ছাড়লেও, মাঠে মেনি বিড়ালের চেয়ে বেশি কিছু নয় বাংলাদেশ ক্রিকেট দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদান ছিল, প্রথম বিশ্বকাপজয়ী দলকেও সাহায্য করেছিলেন রতন টাটা

২২ গজে ব্যাটারদের 'গ্রেফতার' করেন, তেলঙ্গানা পুলিশে নতুন দায়িত্বে মহম্মদ সিরাজ

নেপথ্যে ভারতের চাপ, পাকিস্তান থেকে সরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এগিয়ে কোন দেশ?

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury