২২ গজে ব্যাটারদের 'গ্রেফতার' করেন, তেলঙ্গানা পুলিশে নতুন দায়িত্বে মহম্মদ সিরাজ

আইপিএল-এর পাশাপাশি ভারতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ পেসার মহম্মদ সিরাজ। এবার তেলঙ্গানা পুলিশে নতুন দায়িত্ব পেলেন এই ক্রিকেটার।

Soumya Gangully | Published : Oct 12, 2024 11:17 AM IST / Updated: Oct 12 2024, 05:54 PM IST

তেলঙ্গানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সিরাজ। তিনি তেলঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে দেখা করে এই দায়িত্ব নিয়েছেন। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিরাজকে তেলঙ্গানা সরকারের গ্রুপ ওয়ান পদে চাকরি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পালন করল তেলঙ্গানা সরকার। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন সিরাজ। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতি হিসেবেই সরকারি চাকরি দিয়ে সম্মান জানাল তেলঙ্গানা সরকার। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের নায়ক যোগীন্দর শর্মা এর আগে হরিয়ানা পুলিশে যোগ দেন। এবার তেলঙ্গানা পুলিশে যোগ দিলেন সিরাজ।

ভারতীয় দলের নায়ক সিরাজ

Latest Videos

গত কয়েক বছরে জসপ্রীত বুমরার পাশাপাশি ভারতীয় দলের অন্যতম সেরা পেসার হয়ে উঠেছেন সিরাজ। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই পেসার। ভারতীয় দল পরপর টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজগুলিতে ভালো ফলের জন্য সিরাজের উপর নির্ভর করবে ভারতীয় দল। মাঠে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন, তেমনই মাঠের বাইরেও প্রভাব বিস্তার করেছেন সিরাজ। এই কারণেই এবার তিনি তেলঙ্গানা পুলিশে উচ্চপদস্থ আধিকারিক হিসেবে যোগ দিলেন।

অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি হচ্ছেন সিরাজ

২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া সফরে টেস্টে অভিষেক হয় সিরাজের। সেবার তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে টেস্ট সিরিজ জিততে সাহায্য করেন। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভালো বোলিং করেছেন সিরাজ। কিছুদিন পর ফের অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। এই সফরে পাঁচ টেস্টের সিরিজে জয় পাওয়ার জন্য সিরাজের বোলিংয়ের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sourav Ganguly: 'বুমরা, শামি, সিরাজ, মুকেশ থাকতে ভারতে ঘূর্ণি পিচ কেন দরকার?' ভালো উইকেটের পক্ষে সওয়াল সৌরভের

ICC Rankings: বাবরকে টপকে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শুবমান, বোলারদের মধ্যে সবার আগে সিরাজ

Mohammed Siraj: এশিয়া কাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কারের অর্থ মাঠকর্মীদের দিলেন সিরাজ

Share this article
click me!

Latest Videos

চেতলা অগ্রণীতে অষ্টমীর পুজো #shorts #durgapuja2024 #durgapujashorts #durgapuja
আরও তীব্র আন্দোলন! আরও চাপে মমতা! আমরণ অনশনে যোগ আরও দুই জুনিয়র ডাক্তারের | Kolkata Doctor News
অষ্টমীর পুজো বেলুর মঠে #shorts #durgapuja2024
ঢাকের তালে দেবী বন্দনা #shorts #durgapuja #durgapuja2024 #durgapujashorts
অষ্টমীতে উপচে পড়া ভিড় Baksara উদয় সমিতিতে! ঢাকের তালে চলে দেবীর আরাধনা! | Durga Puja 2024