IND vs ENG Test: ওভালে বৃহস্পতিবার থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট, সিরিজ বাঁচাতে পারবে ভারত?

Published : Jul 30, 2025, 03:31 PM IST
IND vs ENG Test: ওভালে বৃহস্পতিবার থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট, সিরিজ বাঁচাতে পারবে ভারত?

সংক্ষিপ্ত

IND vs ENG Test: আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব যথাক্রমে আনশুল কাম্বোজ এবং শার্দুল ঠাকুরের পরিবর্তে সুযোগ পেতে পারেন এই টেস্টে।

IND vs ENG Test:  ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হবে। সিরিজে সমতা ফেরাতে গেলে ভারতকে এই ম্যাচে জিততেই হবে। ম্যাঞ্চেস্টার টেস্টে দুরন্ত লড়াই করে খেলা ড্র করে ভারত। নিঃসন্দেহে তা গোটা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। যা নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামবে শেষ টেস্টে। এই মুহূর্তে ওভালে জিতে সিরিজে সমতা ফেরানোই শুভমান গিলের দলের অন্যতম প্রধান লক্ষ্য। ঋষভ পন্থের চোটের জেরে, ভারতীয় দলে পরিবর্তন আসতে চলেছে। ঋষভের পরিবর্তে ধ্রুব জুরেল দলে সুযোগ পেতে পারেন।

তিন নম্বর ব্যাটার হিসেবে কে নামবেন, সেটাও দেখার বিষয় 

তবে আগে তিনটি টেস্ট খেলার সিদ্ধান্ত নিলেও, বর্তমানে ওভালের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় যশপ্রীত বুমরা দলে থাকবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু বুমরা না খেললে, আকাশদীপ খেলতে পারেন। সেক্ষেত্রে তিনি মহম্মদ সিরাজের সঙ্গী হয়ে উঠতে পারেন।

আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব যথাক্রমে আনশুল কাম্বোজ এবং শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন। ২৫ বছর বয়সী আর্শদীপ ৬৩টি টি-২০ এবং ৯টি একদিনের ম্যাচে ভারতের হয়ে খেলেছেন। গত বছরের টি-২০ বিশ্বকাপে ১৭টি উইকেট নিয়ে আর্শদীপ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী।

পরিসংখ্যান কী বলছে?

ওভালের শেষ দশটি টেস্টে স্পিনাররা ৮০ উইকেট নিয়েছেন। এই পরিসংখ্যান কুলদীপ যাদবের পক্ষে যেতে পারে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড অলরাউন্ডার জেমি ওভার্টনকে দলে নিয়েছে। বেন স্টোকসের চোটের কারণেই পেসার-অলরাউন্ডার ওভার্টনকে দলে নেওয়া হয়েছে। তিন বছর আগে মাত্র একটি টেস্ট খেলেছিলেন এই ওভার্টন।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও দ্বিতীয় ম্যাচে জয় পায় ভারত। লর্ডসে তৃতীয় ম্যাচে রবীন্দ্র জাদেজা এবং বাকি ব্যাটসম্যানরা ভালো খেললেও ২২ রানে হারতে হয় ভারতকে। এরপর ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হওয়া চতুর্থ টেস্টটি  ড্র করে সিরিজে টিকে থাকে ভারত। এবার লক্ষ্য ওভাল টেস্ট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে