যুজবেন্দ্র চাহালকে টপকে গেলেন, টি-২০ ফর্ম্যাটে নতুন রেকর্ড আর্শদীপ সিংয়ের
আর্শদীপ সিং টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে আর্শদীপ সিং এই ফর্ম্যাটে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে দিয়েছেন আর্শদীপ।
বুধবার ইডেন গার্ডেন্সে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। জোড়া উইকেট নেন আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
ইংল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল
অভিষেক শর্মার অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে জয়ী ভারত। টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে।