ইডেনে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচ, টসে জিতে প্রথমে ফিল্ডিং সূর্যকুমার যাদবের

Published : Jan 22, 2025, 06:44 PM ISTUpdated : Jan 22, 2025, 07:30 PM IST
Ind vs eng T20i series start from 22 January suryakumar yadav team india announcement in this week

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার পর ইডেন গার্ডেন্সেই প্রথমবার খেলতে নামছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সাফল্যের লক্ষ্যে সূর্যকুমার যাদবরা।

ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ইডেন গার্ডেন্সে খেলা বেশ ভালো। পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে তৈরি ভারতীয় দল। সূর্যকুমার জানিয়েছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট দেখে মনে হচ্ছে একটু আর্দ্র। পরে শিশির পড়তে পারে। ফলে সেই সময় বোলিং করা কঠিন হতে পারে। আমাদের দলের ছেলেরা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। আমাদের দলের প্রস্তুতি ভালো হয়েছে। সবাই এই সিরিজের দিকে তাকিয়ে আছে। এই সিরিজে দুই দলের মধ্যে দুর্দান্ত লড়াই হতে চলেছে। আমাদের দলের সবাই একাদশে থাকার যোগ্য। এটা আমাদের জন্য ভালো দিক। আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চাই।’

ইডেনে খেলতে নেমে খুশি ইংল্যান্ড শিবির

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমি নিশ্চিত, ভালো ম্যাচ হবে। মাঠে শিশির পড়তে পারে। এই মাঠ অসাধারণ। এই পরিবেশে ভারতের বিরুদ্ধে খেলতে নামা সম্মানের বিষয়। আমাদের দলের সবাই ভালো জায়গায় আছে। দলের সবাই একসঙ্গে আছি। সাফল্যের জন্য আমাদের সবাইকে অনেককিছু করতে হবে। ম্যাকালাম দায়িত্ব নিচ্ছেন। ওঁর অনেক অভিজ্ঞতা আছে। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। তবে আমরা সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি। দুই দলেই কিছু অবিশ্বাস্য প্রতিভা আছে। সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স, জেমি স্মিথ ও রেহান আহমেদ আজ খেলছে না।’

ভারতের হয়ে কারা খেলছেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের হয়ে কারা খেলছেন?

ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের হয়ে খেলছেন- বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন মহম্মদ শামির

ইউরোপে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ, যুগ্ম কর্ণধার হিসেবে বিনিয়োগ অভিষেক বচ্চনের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান! টি-২০ ফর্ম্যাটে রেকর্ড স্পর্শ অভিষেক শর্মার

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে