পেস বোলার গাস অ্যাটকিনসন ইংল্যান্ড দলে ফিরে এসেছেন।
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা ৭টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। প্রায় ১৪ মাস পর, মহম্মদ শামি ভারতীয় দলে ফিরছেন এই সিরিজে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলে সঞ্জু স্যামসন ওপেনিং করবেন বলেই মনে করা হচ্ছে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। অন্যদিকে, জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক। প্রথম ম্যাচের জন্য ইংল্যান্ড দল অবশ্য আগেই ঘোষণা করা হয়েছে।
পেস বোলার গাস অ্যাটকিনসন ইংল্যান্ড দলে ফিরে এসেছেন। ওদিকে জোফরা আর্চার, জেমি ওভার্টন এবং মার্ক উড-এর মতো পেসাররাও ইংল্যান্ড দলে রয়েছেন। এছাড়া স্পিনার হিসেবে আদিল রশিদ দলে এসেছেন। লিয়াম লিভিংস্টোন এবং জ্যাকব বেথেলও দলে আছেন।
ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
পিচ রিপোর্ট
ব্যাটসম্যানদের সহায়ক পিচ হবে কলকাতার ইডেনে। তবে শিশির থাকবে কিছুটা। তাই টসে জিতে প্রথমে বোলিং করতে পারে যে কোনও দল। বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। কলকাতায় বেশ পরিষ্কার আকাশ।
ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্য, নিতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।