Shreyas Iyer: শ্রেয়াস আইয়ারকে কেন ইংল্যান্ড সফরে দলে রাখা হল না? অখুশি সৌরভ গঙ্গোপাধ্যায়

Published : Jun 11, 2025, 06:58 PM ISTUpdated : Jun 11, 2025, 07:07 PM IST
Shreyas Iyer

সংক্ষিপ্ত

India vs England Test Series: কয়েকদিন পরেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। নির্বাচকদের এই সিদ্ধান্তে অখুশি বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Sourav Ganguly on Shreyas Iyer: ভারতীয় দলের ইংল্যান্ড সফরে (India vs England) শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) টেস্ট দলে দেখতে চেয়েছিলেন বিসিসিআই-এর (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু নির্বাচকরা শ্রেয়াসকে দলে রাখেননি। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট সৌরভ। তিনি শ্রেয়াসের প্রশংসা করে বলেছেন, 'ও গত এক বছর ধরে সেরা ক্রিকেট খেলছে। ওর এই দলে থাকা উচিত ছিল। ওর জন্য গত এক বছর দুর্দান্ত ছিল। ওকে বাদ দেওয়া ঠিক হয়নি। ও এখন চাপের মুখে রান করছে, দায়িত্ব নিচ্ছে, শর্ট বল ভালো খেলছে। টেস্ট ক্রিকেট আলাদা হলেও, আমি থাকলে ওকে এই সিরিজে সুযোগ দিতাম। ও কী করতে পারে দেখতাম।' ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় অনেক ক্রিকেটারকেই সুযোগ দিয়েছিলেন সৌরভ। নির্বাচকদের মতের বিরুদ্ধেই তিনি অনেক ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য জোর দিয়েছিলেন। এখন সেভাবেই শ্রেয়াসকে টেস্ট দলে দেখতে চাইছেন সৌরভ।

আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স শ্রেয়াসের

২০২৪ সালের আইপিএল-এ (IPL 2024) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখান শ্রেয়াস। তিনি দলকে চ্যাম্পিয়ন করেন। এবারের আইপিএল-এ (IPL 2025) পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক হিসেবেও অসাধারণ পারফরম্যান্স দেখান শ্রেয়াস। তিনি দলকে ফাইনালে নিয়ে যান। কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানোর পরেও টেস্ট দলে সুযোগ পেলেন না শ্রেয়াস। নির্বাচকদের এই সিদ্ধান্ত মানতে পারছেন না সৌরভ

বুমরার উপর ভরসা রাখছেন সৌরভ

শ্রেয়াসকে দলে রাখা না হলেও, ভারতীয় দল ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে জয় পাবে বলে আশাবাদী সৌরভ। তিনি তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) উপর ভরসা রাখছেন। সৌরভ বলেছেন, ‘আমি নিশ্চিত, ভারতীয় দলই সিরিজ জিতবে। আমাদের শুধু দুটো কাজ করতে হবে। ভালো ব্যাটিং করতে হবে এবং বুমরাকে ফিট থাকতে হবে। আমরা অস্ট্রেলিয়ায় জয় পেয়েছি। ২০২০-২১ মরসুমে মেলবোর্নে তরুণ ব্যাটিং লাইনআপ নিয়ে জয় পেয়েছি। সেই দলে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ছিল না। ফলে ইংল্যান্ডে জয় না পাওয়ার কোনও কারণ নেই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম