
Sanju Samson: আইপিএল-এর নতুন মরশুম শুরু হতে এখনও ঢের দেরি আছে। সবে শেষ হয়েছে আইপিএল। আর তারপরেই দল বদলের নয়া ইঙ্গিত।
রাজস্থান রয়্যালসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে পারেন তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সোশ্যাল মিডিয়াতে তাঁর মাত্র দুই শব্দের পোস্টের পরেই এমনই জল্পনা শুরু হয়ে গেছে নেট পাড়ায়। তবে সরকারিভাবে রাজস্থান রয়্যালস বা সঞ্জু কেউই সরকারিভাবে এই প্রসঙ্গে মুখ খোলেননি।
প্রথম বছর কেকেআরে খেললেও সেইভাবে প্রথম একাদশে সুযোগ পাননি। এরপর ২০১৩ সালে তাঁকে সই করায় রাজস্থান। প্রথম দফায় ৩টি মরশুম রাজস্থানের হয়ে খেলেন তিনি।
তারপর ২০১৬ এবং ২০১৭ সালে, মাঠে নামেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। এরপর আবার ২০১৮ সালে তাঁকে কিনে নেয় রাজস্থান। তারপর থেকে রাজস্থান দলের মুখ হয়ে ওঠেন তারকা সঞ্জু স্যামসন।
কিন্তু সদ্য শেষ হওয়া মরশুমে চোটের জন্য সবকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। প্রথম তিনটি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় সহ-অধিনায়ক রিয়ান পরাগের হাতে। তবে পরের দিকেও আরও পাঁচটি ম্যাচে নেতৃত্ব দেন পরাগ। চোট পাওয়া সেই ম্যাচগুলিতে খেলতে পারেননি সঞ্জু স্যামসন।
তবে শোনা যাছে, শুধু চোটই একমাত্র কারণ নয়। এই বছর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গেও একাধিক মতানৈক্য তৈরি হয়েছে সঞ্জুর। এমনকি, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাঁর মতানৈক্যের খবর সামনে এসেছে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়াতে সঞ্জু দুই শব্দের একটি পোস্ট করেছেন। ইন্সটাগ্রাম হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘টাইম টু মুভ..!!’ সঙ্গে স্ত্রীর সঙ্গে তাঁর হাঁটার ছবি।
কিন্তু হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সঞ্জুর এই পোস্ট রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেট মহল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।