ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০: টসে জিতে ফিল্ডিং ব্যুমেরাং, ভারতের টার্গেট ২০৯

Published : Jan 23, 2026, 09:11 PM IST
India vs New Zealand T20I

সংক্ষিপ্ত

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। শুক্রবার রায়পুরে (Raipur) সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। এই ম্যাচ জিততে পারলে সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে ভারতীয় দল।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। বাংলাদেশ ছাড়া সব দলই প্রস্তুতি সেরে নিচ্ছে।

India vs New Zealand T20 Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ডুবেছিল ভারতীয় দল। শুক্রবার রায়পুরের (Raipur) শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Shaheed Veer Narayan Singh International Stadium) দ্বিতীয় টি-২০ ম্যাচেও সেই একই ভুল দেখা গেল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে ছয় উইকেট হারিয়ে ২০৮ রান করল কিউয়িরাষ ব্যাটিংয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। তিনি ২৭ বল খেলে ৪৭ রান করে অপারজিত থাকেন। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। রাচিন রবীন্দ্রও (Rachin Ravindra) ভালো ব্যাটিং করেন। তিনি ২৬ বল খেলে ৪৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি।

ভালো ব্যাটিং নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের সব ব্যাটারই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেন। ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) নয় বল খেলে ১৯ রান করেন। অপর ওপেনার টিম সিফার্ট (Tim Seifert) ১৩ বল খেলে ২৪ রান করেন। গ্লেন ফিলিপস (Glenn Phillips) ১৩ বল খেলে ১৯ রান করেন। ড্যারিল মিচেল (Daryl Mitchell) ১১ বল খেলে ১৮ রান করেন। মার্ক চাপম্যান (Mark Chapman) ১৩ বল খেলে ১০ রান করেন। জাকারি ফোকস (Zakary Foulkes) আট বল খেলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

কুলদীপের জোড়া উইকেট

ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব (Kuldeep Yadav) চার ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও শিবম দুবে (Shivam Dube) এক উইকেট করে নেন। হতাশাজনক বোলিং করেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এই পেসার চার ওভার বোলিং করে ৫৩ রান দেন। তিনি উইকেট পাননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপের আগে আর ৩টি ম্যাচ খেলবে ভারতীয় দল।
টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের বাকি ৩ ম্যাচ খেলবে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

আবার রেকর্ড হার্দিক হান্ডিয়ার, এবার বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেলেন তিনি
রঞ্জি ট্রফি ২০২৫-২৬: ফের ব্যর্থ শুবমান গিল, ২ দিনেই সৌরাষ্ট্রের কাছে হার পাঞ্জাবের